Connect with us
ক্রিকেট

আইসিসি থেকে একসঙ্গে দুটি সুখবর পেল টিম শ্রীলঙ্কা

Team Sri Lanka received two good news from ICC
দুই ক্যাটাগরিতেই আইসিসির মাসসেরা হয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার। ছবি- সংগৃহীত

গত আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে পুরুষ ও নারী দুই ক্যাটাগরিতেই মাসসেরার পুরস্কার জিতেছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঘটল এমন ঘটনা।

পুরুষ ক্যাটাগরিতে আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লঙ্কান অলরাউন্ডার দুনিত ভেল্লালাগে। এই পুরস্কার জিততে দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ ও ওয়েস্ট ইন্ডিজের জেডন সিলসকে পেছনে ফেলছেন এই ২১ বছর বয়সী তারকা।

অন্যদিকে নারী ক্যাটাগরিতে আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন হারশিতা মাদবী। আয়ারল্যান্ডের ওরলা প্রেন্ডারগাস্ট ও গ্যাবি লুইসকে পেছনে ফেলে পুরস্কারটি জিতে নিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার।

আরও পড়ুন:

» যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচসেরা হলেন সাইফউদ্দিন

» এমবাপ্পেকে নিয়ে ব্রাজিলের ফুটবলারদের যে বার্তা দিলেন নেইমার 

ভারতের বিপক্ষে ২৭ বছর পর ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। ঘরের মাটিতে সেই সিরিজে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভেল্লালাগে। ব্যাট হাতে তিন ইনিংসে ৫৪ গড় ও ১০৪.৮৫ স্ট্রাইক রেটে ১০৮ রান করেন তিনি। আর বল হাতে এক ফাইফারসহ তিন ইনিংসে মোট ৭ উইকেটে শিকার করেন এই তরুণ।

আর নারী ক্যাটাগরিতে মাসসেরা হওয়া হারশিতা মাদবী গত আয়ারল্যান্ড সিরিজে দারুণ পারফরম্যান্স করেন। তিন ইনিংসে ৮৫ গড় ও ৮২.৬৯ স্ট্রাইক রেটে ১৭২ রান করেন এই টপ অর্ডার ব্যাটার। যেখানে একটি সেঞ্চুরিও ছিল। যদিও সিরিজটি ২-১ ব্যবধানে হেরে যায় সফরকারী লঙ্কান মেয়েরা।

এ নিয়ে দ্বিতীয়বারের একই মাসে এক দেশের দুই ক্রিকেটার মাসসেরা হয়েছেন। এর আগে ভারতের পুরুষ দলের পেসার জাসপ্রিত বুমরাহ ও নারী দলের ব্যাটার স্মৃতি মান্ধানা জুনের মাসসেরা ক্রিকেটার হয়েছিলেন।

ক্রিফোস্পোর্টস/১৬সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট