Connect with us
ক্রিকেট

বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসাবে যে নজিরের সামনে সাকিব

Shakib Al Hasan is in front of a new milestone in Test
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

টেস্ট ক্রিকেটে নতুন এক মাইলকের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান। বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসাবে ৪ হাজার রানের পাশাপাশি ২৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়ার দ্বারপ্রান্তে আছেন এই অলরাউন্ডার।

টেস্ট ক্রিকেটে আরো আগেই ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। ৬৯ টেস্টে ১২৬ ইনিংসে ৪৫৪৩ রান করেছেন তিনি। অন্যদিকে বল হাতে আর মাত্র ৮ উইকেটে পেলেই এক নতুন উচ্চতায় পৌছে যাবেন তিনি। ১১৭ ইনিংসে ২৪২টি উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার।

লাল বলের ক্রিকেটে এখন পর্যন্ত চারজন অলরাউন্ডার ব্যাট হাতে ৪ হাজার রানের পাশাপাশি বল হাতে ২৫০ উইকেটের নেওয়ার নজির গড়েছেন। তারা হলেন ইংল্যান্ডের ইয়ান বোথাম, ভারতের কাপিল দেব, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি।

আরও পড়ুন:

» চেন্নাইয়ে ঘাম ঝরানো অনুশীলন করলেন লিটন-মিরাজরা

» বাংলাদেশ-ভারত সিরিজ ঘিরে উত্তাপ তুঙ্গে, শেষ দেখায় এগিয়ে কারা? 

চলতি মাসেই ভারতের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজ দিয়ে এই দারুণ কীর্তি গড়ার সুবর্ণ সুযোগ থাকছে সাকিবের সামনে। আর মাত্র ৮ উইকেট শিকার করলেই কাপিল দেব-জ্যাক ক্যালিসের মতো কিংবদন্তিদের পাশে স্থান করে নিবেন এই তারকা।

এর আগে পাকিস্তান সিরিজে বল হাতে তেমন সফলতা পাননি সাকিব। প্রথম টেস্টে ৪ উইকেট শিকার করলেও দ্বিতীয় টেস্টে কেবল ১টি উইকেট নিয়েছিলেন তিনি। সম্প্রতি ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি আনঅফিশিয়াল টেস্টে একটি ফাইফারসহ ৯ উইকেট শিকার করেন সাকিব। যা ভারত সিরিজে তাকে আত্মবিশ্বাস যোগাবে।

আগামী বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট মাঠে গড়াবে। ভারতের একাধিক সংবাদমাধ্যমের দাবি, চেন্নাইয়ের উইকেটে বেশ সুবিধা পাবেন স্পিনাররা। প্রথম টেস্টে ভারতের বোলিং লাইনআপে দেখা যেতে পারে রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও কুলদ্বীপ যাদবদের।

ভারতের পাশাপাশি বাংলাদেশ দলেও বিশ্বমানের স্পিনার রয়েছে। বিশেষ করে দলের সবচেয়ে অভিজ্ঞ সাকিবের পাশাপাশি মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলামরা রয়েছেন। তাছাড়া সাকিবের ভারতের মাটিতে খেলার বেশ অভিজ্ঞতা রয়েছে। তাই এই সিরিজে জ্বলে উঠতে পারেন দেশসেরা এই অলরাউন্ডার।

ক্রিফোস্পোর্টস/১৬সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট