Connect with us
অন্যান্য

অবাক ঘটনা, মুরগি ঘুরছে ক্রিকেটারদের ড্রেসিংরুমে! (ভিডিও)

ড্রেসিংরুমে ঘুরে বেড়াচ্ছে মুরগী (ছবি- ভিডিও থেকে সংগৃহীত)

মুরগি ঘুরে বেড়াচ্ছে ক্রিকেটারদের ড্রেসিংরুমে! তারপরও ড্রেসিংরুমে থাকা ক্রিকেটারদের কোনো ভ্রুক্ষেপই নেই! অবাক করা ঘটনা হলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এরকমটাই দেখা গিয়েছে।

খেলার মধ্যে চলমান কাহিনী ছাড়াও খেলার বাইরের নানান ঘটনা আরও উত্তেজনা বাড়িয়ে দেয়। কখনও কখনও এসব ঘটনা দর্শকদের আনন্দ দেয় বা কখনও খেলোয়াড়দের খেলার গতি বাড়িয়ে তোলে। ঠিক তেমনই এক ভিডিও বর্তমানে ঘুড়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

ওই ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়দের ড্রেসিংরুমে মুরগির মতো কিছু একটা ঘুরে বেড়াচ্ছে। তবে খেলোয়াড়দের উপর মুরগি কোনো প্রভাব ফেলতে পারছে না। তারা সকলেই যে যার মতো নিজেদের কাজ নিয়ে ব্যস্ত।

এ রকম উদ্ভট ঘটনা শুধু ঘরোয়া ক্রিকেটেই সীমাবদ্ধ নয়। মাঝে মাঝে আন্তর্জাতিক খেলায়ও দেখা যায়। যেমন, গত মঙ্গলবার গায়ানায় একইরকম আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। তৃতীয় টি-টোয়েন্টিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ শুরুর সময় দুই দলের খেলোয়াড়রা যখন মাঠে নামে তখন দেখা যায় মাঠের ইনার সার্কেল অর্থাৎ পাওয়ার প্লে বৃত্ত দেয়া হয়নি।

তখন খেলোয়াড়েরা একে অপরের দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে এবং অবশেষে মাঠ ছেড়ে চলে যায়। মাঠকর্মীদের ভুলে এমন ঘটনা ঘটে বলে পরবর্তীতে জানা যায়। নতুন করে বৃত্ত আঁকতে গিয়ে সেদিনকার রাত ৮টার ম্যাচ শুরু হয়েছিলো ৫মিনিট দেরী করে।

আরও পড়ুন: ইনস্টাগ্রামের এক পোস্টেই কোহলির আয় ১৪ কোটি টাকা

ক্রিফোস্পোর্টস/১১আগস্ট২৩/এজে/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য