Connect with us
ক্রিকেট

বরিশালের শিরোপা জয়ে তামিমের স্ত্রীর ফেসবুকে স্ট্যাটাস

Tamim's wife's status on Barisal's title win
শিরোপা জয়ের পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তামিমের স্ত্রী। ছবি- সংগৃহীত

তারকায় ঠাসা ফরচুন বরিশালকে বিপিএলের দশম আসরে অন্যতম ফেভারিট দল হিসেবেই বিবেচনা করা হচ্ছিল। যদিও শুরুর দিকে বেশ বেগ পেতে হয়েছিল তামিম ইকবালের দলকে। এক পর্যায়ে তো গ্রুপ পর্ব থেকে প্লে-অফ নিশ্চিত করাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল দক্ষিণবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটির জন্য। সেখান থেকে কি দুর্দান্তভাবেই না বিপিএলের শিরোপাটা উঁচিয়ে ধরলো ফরচুন বরিশাল। যার সামনে থেকে নেতৃত্বে ছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। দলের শিরোপা জয়ে ক্রিকেটারদের সঙ্গে তাদেরও স্ত্রীরাও আনন্দে মেতেছেন। বরিশালের শিরোপা জয়ে তামিমের স্ত্রীর ফেসবুকে স্ট্যাটাস ভাইরাল হয়েছে।

এর আগে বিপিএলের প্রথম আসরে বরিশাল বার্নার্স ফাইনালে খেলে হেরে গিয়েছিল ঢাকা গ্লাডিয়েটোর্সের কাছে। এরপর ২০১৫ সালে কুমিল্লার কাছে হেরে শিরোপা খুইয়েছে বরিশাল। ২০২২ সালের ফাইনালে আবারো এই কুমিল্লার কাছে হেরেই শিরোপা বঞ্চিত হয় ফরচুন বরিশাল। তবে এবার আর সে ভুল করেনি ফরচুনরা।

তামিম ইকবালের নেতৃত্বে প্রতাপের সাথে ভিক্টোরিয়ান্সদের বিপক্ষে জয় তুলে নিল দক্ষিণবঙ্গের প্রতিনিধিরা সাথে বিপিএলের ইতিহাসে এই প্রথমবারের মতো দক্ষিণবঙ্গে শিরোপা গেল। কাপ্তান তামিমের জন্য এ এক অন্যরকম অর্জন কেননা অধিনায়ক হিসেবে এটি তামিমের প্রথম বিপিএল শিরোপা জয়। এর আগে ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে জিতলেও সেবার তিনি দলের অধিনায়ক ছিলেন না।

এদিকে তামিম ইকবালের স্ত্রী নিজে  মাঠে বসে খেলা দেখেছেন। বরিশালের শিরোপা জয়ে তামিমের স্ত্রীর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। শিরোপা জয়ের পর আয়েশা সিদ্দিকা ইকবাল ফেসবুকে তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখেন, ‘কি অসাধারণ এক জয়! আলহামদুলিল্লাহ, দলের প্রতিটি খেলোয়াড় দুর্দান্ত পারফর্ম করেছেন। এটাকেই বলা হয় দলীয় প্রচেষ্টা। এছাড়াও যারা তামিমের জন্য দোয়া করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।’

তামিমের স্ত্রী তার স্ট্যাটাসে বেইলি রোড ট্র্যাজেডিতে নিহতদের কথাও সেখানে স্মরণ করেন, ‘এই আনন্দের মুহূর্তেও গতকাল রাতে (বৃহস্পতিবার) ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণ করছি। আল্লাহ তাদের শোক সয়ে নেয়ার সামর্থ্য দিন।’

What is known about the expansion of the team in BPL

তামিমের নেতৃত্বে বরিশালের শিরোপা জয়। ছবি- সংগৃহীত

গতকাল রাতে (শুক্রবার) বিপিএলের ফাইনালে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। হাইভোল্টেজ ম্যাচটিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লাকে হেসে খেলে ৬ উইকেটে হারায় ফরচুন বরিশাল। শুরুতে টসে হেরে ব্যাট করতে এসে মাহিদুল ইসলাম অংকনের ৩৮ ও আন্দ্রে রাসেলের শেষ দিকের ঝোড়ো ২৭ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে কুমিল্লা। জবাবে কাইল মায়ার্সের ৪৬, তামিমের ৩৯ ও মেহেদী মিরাজের ২৯ রানে ভর করে ১ ওভার বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় ফরচুনরা।

ম্যাচসেরা হন কাইল মায়ার্স এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন ৪৯২ রান করা তামিম ইকবাল খান।

আরও পড়ুন: নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ আসরে বাংলাদেশের দারুণ শুরু 

ক্রিফোস্পোর্টস/২মার্চ২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট