Connect with us
ফুটবল

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ আসরে বাংলাদেশের দারুণ শুরু

SAFF U-16__bangladesh vs nepal
নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে আসরের শুভসূচনা করল বাংলাদেশ। এই ম্যাচে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে জুনিয়র টাইগ্রেসরা।

আজ শনিবার (২ মার্চ) সাফে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দল। নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে বিকাল তিনটায় শুরু হয়েছে ম্যাচটি।

স্বাগতিকদের মাঠে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ করে ২৪ মিনিটেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। জুনিয়র টাইগ্রেসদের হয়ে প্রথম গোলটি করেন সুরভী আকন্দ প্রীতি।

ছয় মিনিট পরই লিড ডাবল করে নেয় বাংলাদেশ। এবারের গোলটিও এসেছে প্রীতির পাঁ থেকে। বক্সের ভেতর প্রতিপক্ষের গোলরক্ষকের ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় বাংলাদেশ। এরপর স্পট কিক থেকে খুব সহজেই বল জালে জড়ান প্রীতি।

২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। তবে বিরতি থেকে ফিরে নেপাল ম্যাচে ফেরার চেষ্টা চালালেও বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে জুনিয়র টাইগ্রেসরা।

চার দলের এই টুর্নামেন্টে গতকাল (১ মার্চ) প্রথম ম্যাচে ভুটানের বিরুদ্ধে ৭-১ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ভারত। আগামী ৫ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

আরও পড়ুন: প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা করল ব্রাজিল-আর্জেন্টিনা 

ক্রিফোস্পোর্টস/২মার্চ২৪/এমটি 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল