Connect with us
ক্রিকেট

মাঠে নামার আগেই ছিটকে গেলেন এই বিস্ময় স্পিনার

Aliss is not making his debut against Sri Lanka
শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হচ্ছে না আলিসের। ছবি- সংগৃহীত

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্থানীয় ক্রিকেটারদের মধ্যে আলাদা করে নজর কেঁড়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এক স্পিন বোলার। আলিস আল ইসলাম নামের এই অফ স্পিনারের স্পিন জাদুতে মুগ্ধ হয়েছিলেন দেশের ক্রিকেট ভক্ত থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকেরাও। এই স্পিনারের দুর্দান্ত পারফরম্যান্স নির্বাচকদেরও নজর এড়ায়নি। ফলে ঘরের মাটিতে লংকানদের বিপক্ষে সিরিজে দলে ডাক পান আলিস।

টাইগারদের বিপক্ষে তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। আগামী ৪ মার্চ থেকে সিলেটে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই টি-টোয়েন্টি সিরিজেই টাইগারদের হয়ে অভিষেকের সুযোগ পান সদ্য শেষ হওয়া বিপিএলে বল হাতে আলো ছড়ানো স্পিনার আলিস আল ইসলাম। কিন্তু গত ১৯ ফেব্রুয়ারি বিপিএলের ম্যাচে হাতের আঙুলে পাওয়া চোটের কারণে আপাতত জাতীয় দলের অভিষেকটা কিছুটা বিলম্বিত হতে যাচ্ছে আলিসের জন্য।

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৯ ফেব্রুয়ারির ম্যাচে ফিল্ডিংয়ের সময় হাতের আঙুলে চোট পান তিনি। চোট থেকে সেরে উঠতে তার অন্তত দুই সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে। তাই লংকানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আর অভিষেক হচ্ছে না আলিসের।

বিসিবির এক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। চোটের কারণে তিনি তাই দলের সঙ্গে সিলেটেও যাচ্ছেন না। বিপিএলের দশম আসরে ৮ ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেছেন আলিস। তার অফ স্পিনে অনেক বাঘা ব্যাটারদেরও হিমশিম খেতে দেখা গেছে। যদিও ইনজুরির কারণে দলের হয়ে ফাইনালে খেলতে পারেননি এই বিস্ময় বোলার।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে কথা বলেছেন তামিম 

ক্রিফোস্পোর্টস/২মার্চ২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট