Connect with us
ফুটবল

হঠাৎ ফুটবল ছাড়ার ঘোষণা দিলেন সাফজয়ী স্বপ্না

Footballer Swapna

হঠাৎ ফুটবল ছাড়ার ঘোষণা দিয়েছেন সাফজয়ী সিরাত জাহান স্বপ্না। সব ধরনের ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণাও দিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এই স্ট্রাইকার।

শুক্রবার বিকালে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এ ঘোষণা দিয়েছেন তিনি।

এরপর সংবাদ মাধ্যম থেকে যোগাযোগ করা হলে স্বপ্না ফুটবল ছাড়া কারণ জানাতে অপারগতা প্রকাশ করেছেন।

আপনি এখন জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এছাড়া ভালো ফর্মে আছেন। এ সময় ফুটবল ছাড়ার ঘোষণা কেন দিয়েছেন। এর জবাবে স্বপ্না বলেন, এখন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে আর কি হবে? আমি আসলে এর বেশি কিছুই বলতে চাই না। আমি যদি আর না খেলতাম, আমাকে দলে দেখা না যেন তাহলে জানতে চাইতেন আমি কোথায়? তাই ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিয়েছি-আমি আর ফুটবল খেলছি না।

আরও পড়ুন: আফগানদের সামনে সেই ভুল আর করতে চায় না বাংলাদেশ

প্রসঙ্গত, স্বপ্না সর্বশেষ নেপালে সাফজয়ী দলের একজন সদস্য। সেই আসরে ৪টি গোল করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় অবদান ছিল তার।

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল