Connect with us
ক্রিকেট

ঘরের মাটিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা

Srilanka vs Afghanistan
আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে একমাত্র টেস্টে হারের পর এবার ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানকে কোনো পাত্তা না দিয়ে সহজ জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। এ নিয়ে তৃতীয়বারের মতো দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছে দুটো দল। আর এবারই  প্রথম আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা। 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-আফগানিস্তান। পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করে ৪৮.২ ওভারে ২৬৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জবাবে প্রায় ১৫ ওভার ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেছে স্বাগতিকেরা।

Srilanka Series Win

সিরিজের ট্রফি হাতে লংকানরা। ছবি- সংগৃহীত  

আফগানিস্তানের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৬৫ রান করেছেন রহমত শাহ। এছাড়া রহমানউল্লাহ গুরবাজ ৪৮, আজমতউল্লাহ ওমরজাই ৫৪ রান করেছেন। বল হাতে কায়েস আহমেদ ২টি এবং মোহাম্মদ নবী ১টি উইকেট নিয়েছেন।

এদিকে শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ১১৮ রান করেছেন পাথুম নিশাঙ্কা। এই সিরিজে একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে তার। এছাড়া আভিশকা ফার্নান্দো ৯১ এবং কুশল মেন্ডিস ৪০ রান করেছন।

আর বল হাতে প্রমোদ মাদুশান ৩টি এবং আভিশকা ফার্নান্দো, দুনিথ ওয়েলালাগে ও আকিলা ধনাঞ্জয়া ২টি করে উইকেট নিয়েছেন।

আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুটো দল। এই সিরিজ শেষে আগামী মাসেই বাংলাদেশ সফরে আসবে লংকানরা

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২৬৬/১০ (৪৮.২ ওভার)

শ্রীলঙ্কা: ২৬৭/৩ (৩৫.২ ওভার)

ফলাফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী

আরও পড়ুন: বিপিএলে ধারাভাষ্য দিতে আসছেন পাকিস্তানের রমিজ রাজা 

ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট