Connect with us
ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা, ফিরেছেন সাকিব

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগের দিন তাণ্ডব চালানো দক্ষিণ আফ্রিকার সামনে আজ বাংলাদেশ। দুপুর আড়াইটায় শুরু হওয়া আসরের ২৩তম ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। চোট কাটিয়ে ওঠা টাইগার অধিনায়ক সাকিব এক ম্যাচ পরেই ফিরেছেন নেতৃত্বে। সেমিফাইনালের সম্ভাবনা জিইয়ে রাখতে জয় চাই টাইগারদের।

আজকের ম্যাচে টাইগার একাদশ থেকে ছিটকে গেছেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা একাদশে নেই টেম্বা বাভুমা। আগের ম্যাচের মতো আজকে নেতৃত্বে অন্যজনের কাঁধে। আজ টস করেছেন এইডেন মার্করাম।

দু’দলের ২৪ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ১৮ জয়ের বিপরীতে টাইগাররা জিতেছে ৬ ম্যাচে। তবে বিশ্বকাপে ৪ ম্যাচে দু’দলের জয় সমান দুটি করে। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিলো বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লিজার্ড উইলিয়ামস।

আরও পড়ুন: বিশ্বকাপে লেখা হলো আরও একটি আফগান রূপকথা

ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট