Connect with us
ক্রিকেট

প্রোটিয়া সফরে দুটি বড় অর্জন দেখছেন অধিনায়ক নিগার সুলতানা

Nigar Sultana
নিগার সুলতানা জ্যোতি। - ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টিতে সমতা ও ওয়ানডেতে হার সঙ্গী হলেও—বড় অর্জন রয়েছে টাইগ্রেসদের। দেশের মাটিতে পা দিয়েই ইতিহাস গড়ার গল্প স্মরণ করিয়ে দিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সোমবার রাতে ঢাকায় পৌঁছেই সংবাদ মাধ্যমের মুখোমুখি জ্যোতি। না হারানোর সিরিজে অনেক কিছুই পেয়েছে বাংলাদেশ এমনটাই মনে করছেন। প্রোটিয়া সফরে দুটি বড় অর্জনের কথা বলেছেন নিগার সুলতানা। টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে প্রথম বারের মতো হারিয়েছে বাংলাদেশের নারীরা। এছাড়া বাঘিনীদের সেঞ্চুরি উপহারসহ পর পর দুই ম্যাচে দলীয় রান দুইশ ছাড়িয়ে যাওয়া বড় অর্জন।

নিগার সুলতানা বলেন, ‘আমাদের সামনে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের বড় সুযোগ ছিল। সেটি সমতা হয়েছে, তাই দলের পারফর্মম্যান্সে আমি হতাশ নই। কেননা দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের আমরা প্রথমবার হারিয়েছি। দ্বিতীয় হলো ধারাবাহিক দুটি ম্যাচে দুইশর বেশি রান হয়েছে—এগুলো কিন্তু দলের বড় অর্জন।’

South africa vs bangladesh

দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ। ছবি- সংগৃহীত

বাঘিনীদের সর্দার বলেন, ‘এক সবসময় দেখতাম আমাদের ব্যাটিং নিয়ে অনেক প্রশ্ন উঠতো। আমার কাছে মনে হয়, ব্যাটারদের জন্য এই সফরটা অনেক কিছু অর্জনের ছিল।’

টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার মেয়েদের তাদের মাটিতে প্রথমবার হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই সিরিজটি ১-১ এ ড্র হয়। এছাড়া ওয়ানডে সিরিজটি হাতছাড়া হয় ২-১ ব্যবধানে।

আরও পড়ুন: অ্যালিস্টার কুক : টেস্ট আভিজাত্যের একনিষ্ঠ পুরোহিত

ক্রিফোস্পোর্টস/২৬ডিসেম্বর২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট