Connect with us
ক্রিকেট

লঙ্কা প্রিমিয়ার লিগে ডাক পেলেন শরিফুল

Shoriful got a call to the Lankan Premier League
ওয়ানিন্দু হাসারাঙ্গাদের দলে খেলবেন শরিফুল। ছবি- সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাক পেয়েছেন টাইগার পেসার শরিফুল ইসলাম। টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন ক্যান্ডি ফ্যালকনসের হয়ে খেলবেন তিনি। তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পর চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এবারের আসরে দল পেয়েছেন এই তারকা পেসার।

ক্যান্ডি ফ্যালকনসের নেতৃত্বে রয়েছেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান ক্রিকেটারদের মধ্যে এই দলে আরো রয়েছেন দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, কাসুন রাজিতার মতো ক্রিকেটাররা। এছাড়া বিদেশিদের মধ্যে রয়েছে আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ হ্যারিস, আগা সালমানের মতো ক্রিকেটাররা।

গতকাল (১ জুলাই) পর্দা উঠেছে এলপিএলের। আসরের উদ্বোধনী ম্যাচে ডাম্বুলা সিক্সার্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গার দল।

আরও পড়ুন:

» বিশ্বকাপ জয়ের পর পিচের মাটি খাওয়ার কারণ জানালেন রোহিত

» কলম্বিয়ার কাছে হারলে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে ব্রাজিল? 

এলপিএলে অংশ নিতে আগামীকাল দুপুর ২.৩০ টায় শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করবেন শরিফুল। এরপর ৬ জুলাই তাসকিনদের কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে একাদশে দেখা যেতে পারে এই পেসারকে।

এদিকে হৃদয় ও মুস্তাফিজ খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। আসরের উদ্বোধনী ম্যাচেই খেলেছেন তারা। যদিও সে ম্যাচে ব্যর্থ হয়েছেন দুজনেই।  অন্যদিকে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে এখনো প্রথম ম্যাচ খেলার সুযোগ হয়নি তাসকিনের। দলের প্রথম ম্যাচে একাদশে সুযোগ হয়নি এই তারকার।

ক্রিফোস্পোর্টস/২জুলাই২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট