Connect with us
ফুটবল

কলম্বিয়ার কাছে হারলে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে ব্রাজিল?

Will Brazil advance to the quarter-finals if they lose to Colombia?
ব্রাজিল ফুটবল দল। ছবি- সংগৃহীত

চলমান কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল (২ জুলাই) কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচে জয় বা ড্র করলেই কোয়ার্টার ফাইনালে উঠে যাবে ব্রাজিল। তবে এই ম্যাচে হেরে গেলে শেষ আটে উত্তীর্ণ হতে পারবে সেলেসাওরা?

গ্রুপ-ডি তে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বিয়া। ইতোমধ্যে তাদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে। ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে ব্রাজিল। আর ১ ড্র ও ১ হারে ১ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে কোস্টারিকা। এই গ্রুপ থেকে ব্রাজিল ও কোস্টারিকার মধ্য থেকে যেকোনো একটি পরের রাউন্ডে উত্তীর্ণ হবে।

শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল জয় পেলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে কোয়ার্টারে উঠবে। আর ড্র করলে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টারের টিকিট কাটবে দরিভাল জুনিয়রের শিষ্যরা। তবে এ ম্যাচে হেরে গেলেও পরের রাউন্ডে উঠে যাবে তারা। এক্ষেত্রে কোস্টারিকা-প্যারাগুয়ে ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ভিনিসিয়ুস-রদ্রিগোদের।

আরও পড়ুন:

» বিশ্বকাপ জয়ের পর পিচের মাটি খাওয়ার কারণ জানালেন রোহিত

» প্যারিস অলিম্পিকের টিকিট পেলেন আরও দুই বাংলাদেশি 

কোয়ার্টারের আশা বাঁচিয়ে রাখা কোস্টারিকা শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হেরে গেলেই ব্রাজিলের কোয়ার্টার নিশ্চিত। তবে ব্রাজিল কলম্বিয়ার কাছে হারলে কোস্টারিকাকে কোয়ার্টার নিশ্চিতে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি গোলের সমীকরণ মেলাতে হবে।

শেষ ম্যাচে ব্রাজিলের হার ও কোস্টারিকার জয়ের পর সমান ৪ পয়েন্ট হবে দুই দলের। তখন গোল ব্যবধানে এগিয়ে থাকা দল চলে যাবে কোয়ার্টার ফাইনালে। দুই ম্যাচে শেষে ব্রাজিলের গোল ব্যবধান +৩ এবং কোস্টারিকা -৩। যদি ব্রাজিল কলম্বিয়ার কাছে ৩-০ গোলে হেরে যায়, তখন প্যারাগুয়েকে ৪-০ গোলে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনাল উত্তীর্ণ হবে কোস্টারিকা। অন্যথায়, ব্রাজিলই উঠবে শেষ আটে।

আগামীল বুধবার (৩ জুলাই) কলম্বিয়ার মোকাবিলা করবে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের লেভিস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/২জুলাই২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল