Connect with us
ক্রিকেট

সাকিব-লিটনদের ফাইনালের অপেক্ষা বাড়ল

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান
প্রথম চেষ্টায় ফাইনালে উঠতে পারলো না সাকিবরা। ছবি- গুগল

জিতলে ফাইনাল হারলে বাড়বে অপেক্ষা। থাকবে দ্বিতীয় ম্যাচ খেলার সুযোগ। এমন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নেমেছিল দুই টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাসদের গল টাইটান্স।

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) প্রথম কোয়ালিফায়ারে বৃহস্পতিবার ডাম্বুল অরার মুখোমুখি হয় গল টাইটান্স।

শেষ পর্যন্ত সাকিবদের অপেক্ষা বাড়িয়ে ৬ উইকেটের বড় জয় নিয়ে ফাইনালে পা দিয়েছে ডাম্বুলা।

এদিকে ফাইনালের মিশনে শেষ চেষ্টায় দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামী ২০ আগস্ট ফের মাঠে নামবে সাকিব-লিটনরা। তবে হেরে যাওয়া ম্যাচের ১৭ নম্বর ওভারে মাত্র ২ রান দিয়ে ম্যাচের চিত্র প্রায় পাল্টে দিয়েছিলেন টাইগার কাপ্তান। তবে এদিন সাকিবের সতীর্থরা যোগ্য সঙ্গ দিতে পারেননি।

ফাইনালে ওঠার মিশনে টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে ভালো শুরু পায়নি গল। ম্যাচে লিটন ব্যার্থ হলেও সাকিব করেন ১৭ বলে ১৯ রান। নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রানে থামে গল।

জবাবে ২ বল বাকি থাকতেই ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ডাম্বুলা।

আরও পড়ুন: অবশেষে অবসর ভেঙে ইংল্যান্ডের স্কোয়াডে ফিরলেন বেন স্টোকস

ক্রিফোস্পোর্টস/১৭আগস্ট২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট