Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা করলো বিসিবি

বাংলাদেশ
ছবি-সংগৃহীত

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। এশিয়া কাপের পরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

আজ বৃহস্পতিবার (১৭ই আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বার্তায় ওই সিরিজের সূচি নিশ্চিত করেছে।এছাড়াও, দুই ম্যাচের টেস্ট খেলতে বিশ্বকাপের পরে নভেম্বরেও বাংলাদেশে আসবে কিউইরা। জানানো হয়েছে, ওই ম্যাচের সূচিও।

১৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপের ফাইনাল। বিসিবির দেওয়া সূচি অনুযায়ী, ওই দিনই বাংলাদেশে আসবে ব্ল্যাক ক্যাপসরা।

২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের সাথে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ ও ২৬ সেপ্টেম্বর।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে সকল ম্যাচ। ম্যাচ তিনটি দিবা-রাত্রির অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে।

বিশ্বকাপের পরে নভেম্বরে আবার টেস্ট খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। ২১ নভেম্বর তাদের ঢাকা আসার কথা রয়েছে।

নভেম্বরের ওই সফরে ২৮শে নভেম্বর সিরিজের প্রথম টেস্ট এবং ৬ ডিসেম্বর খেলবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ। ওই দুই ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুনঃ সাকিব-লিটনের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ক্রিফোস্পোর্টস/১৭আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট