Connect with us
ক্রিকেট

লজ্জার হার ও ব্যর্থতার কারণ বলতে পারলেন না সাকিব

Shakib
লজ্জার হার ও ব্যর্থতার কারণ বলতে পারলেন না সাকিব

আকাশচুম্বী আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ শুরু করতে পারতো বাংলাদেশ! কিন্তু এখন হচ্ছে তার উল্টোটা। বিশ্বকাপে ভালো কিছু উপহার দিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রস্তুতিমূলক সিরিজটাই এখন মাথাব্যথার কারণ। এক সমুদ্র পরিমাণ হতাশা নিয়ে বিশ্বকাপ খেলতে যেতে হবে বাংলাদেশকে। তিন ম্যাচের সিরিজে টানা দুটিতে হেরেছে বাংলাদেশ। এই হারের কারণ খুঁজে পাচ্ছে না দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও।

তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে সিরিজ হারাটাকে হতাশা বলছেন সাকিব আল হাসানও। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘হ্যাঁ, সত্যিই খুব হতাশার। আমরা এরকম আশা করিনি। তবে যুক্তরাষ্ট্র যেভাবে খেলছে তাদের কৃতিত্ব দিতেই হবে ।’

টপ অর্ডারের ব্যর্থতার সম্পর্কে জানতে চাইলে বিশ্বের সেরা এই অলরাউন্ডার বলেন, ‘আমি এই ব্যাপারে বলতে পারব না। আমার কাছে নাই এটার উত্তর।’

সিরিজ হার সম্পর্কে সাকিব বলেন, ‘হারাটা তো অবশ্যই হতাশার। যেকোনো ম্যাচ হারাটাই হতাশাজনক। আমরা কেউই আশা করতে পারিনি দুইটা ম্যাচ আমরা এইভাবে হেরে যাব, সত্যিই খুব হতাশাজনক আমাদের জন্য।’

আরও পড়ুন: সিরিজের শেষ ম্যাচে ভালো খেলার আশ্বাস দিলেন শান্ত

ক্রিফোস্পোর্টস/২৪মে২৪/এইচআই/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট