Connect with us
ফুটবল

সাফের ফাইনাল: ভারতের নবম শিরোপা নাকি কুয়েতের প্রথম

বামে ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। সাফের ফাইনালে প্রতিপক্ষ কুয়েত। ছবি- গুগল

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। টুর্নামেন্টের অনুষ্ঠিত ১৩টি আসরের মধ্যে ৮টি শিরোপা ঘরে তুলেছে দেশটির ফুটবলাররা। এছাড়া টুর্নামেন্টে টানা শিরোপা জয়ের কৃতিত্বও রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এবার তাদের সামনে নবম শিরোপা জয়ের হাতছানি।

শনিবার রাতের ম্যাচে শক্তিশালী লেবাননকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে এবারের আসরের ফাইনাল নিশ্চিত করেছে সুনীল ছেত্রীরা।

এদিন ম্যাচে নির্ধারিত সময় শেষে ম্যাচ গোল শূন্য হলে গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটেও ম্যাচ গোলশূন্য থাকলে ফলাফল নির্ধারণে টাইব্রেকার হয়। এতে পেনাল্টি শ্যুটে ৪-২ ব্যবধানে জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে স্বাগতিকরা।

আগামী ৪ জুলাই ফাইনালে ভারতের প্রতিপক্ষ কুয়েত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এদিকে সেমিফাইনালের ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্নভেঙে ফাইনালের টিকিট নিশ্চিত করে কুয়েত। ফাইনালে প্রথম ডেবিউতেই তাদের সামনে এবার সাফের প্রথম শিরোপা ঘরে তুলার সুযোগ।

সেমিতে বাংলাদেশের স্বপ্নভঙ্গের ম্যাচটিও হাড্ডা হাড্ডি লড়াইয়ে সমাপ্ত হয়। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য হলে অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায় ম্যাচটি। ম্যাচের শেষ দিকে ১০৫ মিনিটের মাথায় গোল খেয়ে ম্যাচে ফিরতে পারেনি জামাল ভূইয়ারা।

এ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ১৩টি সাফ চ্যাম্পিয়নশিপের আসরে পাঁচটি দল শিরোপা জিতেছে। এর মধ্যে ভারতই ৮টি শিরোপা ঘরে তুলেছে। এছাড়া মালদ্বীপ ২টি ও বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা একটি করে শিরোপা জয় করেছে।

আরও পড়ুন: দুই সিরিজ খেলতে ঢাকায় আফগান ক্রিকেট দল

ক্রিফোস্পোর্টস/২জুলাই২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল