Connect with us
ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপ : অতিরিক্ত সময়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ম্যাচের ১০৭ মিনিটে গোল খেয়ে ভেঙে যায় বাংলাদেশের ফাইনাল স্বপ্ন। ছবি- গুগল

দীর্ঘ ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। টুর্নামেন্টের এবারের আসরে দুর্দান্ত খেলা বাংলাদেশ স্বপ্ন বুনেছিল সাফের শিরোপা জয়ের।

আজ সেমিফাইনালে কুয়েতকে রুখেও দিয়েছিল হাবিয়ের কাবরের শিষ্যরা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ হলো জামাল ভূইয়াদের। ১-০ গোলে জিতে সাফের ফাইনালে চলে গেছে কুয়েত।

এদিন ম্যাচে শুরুতে গোলের বড় সুযোগ মিস করা বাংলাদেশ এর খেসারত দিয়েছে পুরো ৯০ মিনিট। গোলশূন্য হয়ে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ মিনিটে গোল খেয়ে বসে কাবরে শিষ্যরা। পরে দ্বিতীয়ার্ধে কাউন্টার অ্যাটাকের ঝড় তুললেও সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। আর এতেই দুই দশক পর সাফের ফাইনালের স্বপ্নভঙ্গ হলো লাল-সবুজের জার্সিধারীদের।

এদিন ম্যাচের ২ মিনিটেই গোলের সুযোগ পায় বাংলাদেশ। ওয়ান টু ওয়ান ডি-বক্সের ভেতর বল পেয়েছিলেন মোরসালিন। কিন্তু এমন সুযোগে গোল রক্ষকের বরাবর শট নেন মোরসালিন, ফিরতি বলেও শট লক্ষ্যভ্রষ্ট হয়।

এরপর ম্যাচের ১৫তম মিনিটে ডি বক্সের ভেতর জামাল ভূঁইয়া শট নিলেও কাজের কাজ কিছুই হয়নি। পরে ২৪ মিনিটে পাল্টা গোলের সম্ভাবনা জাগে কুয়েতের। তবে শেষদিকে বেশ কয়েকটি আক্রমণে পুরো সময়েই গোলশূন্য থাকে দুদল।

ম্যাচের ১০৭তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে কুয়েতের আবদুল্লাহর শট চলে যায় জিকোর পায়ের নিচ দিয়ে। আর এতেই ভেঙে যায় বাংলাদেশের ফাইনাল স্বপ্ন।

আরও পড়ুন: শক্তিশালী ফরোয়ার্ড নিয়ে এক মাস আগে দল ঘোষণা করলো ব্রাজিল

ক্রিফোস্পোর্টস/১জুলাই২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল