Connect with us
ক্রিকেট

হাসলো লিটনের ব্যাট, কিন্তু দলের কাজে এলো না

Crifo Liton
হাসলো লিটনের ব্যাট, কিন্তু দলের কাজে এলো না

সেই গত বছরের মার্চে টি-টোয়েন্টিতে ফিফটি করেছিলেন লিটন দাস। কিন্তু এই ১৫ মাসের মধ্যে অনেক ম্যাচ খেললেও পাচ্ছিলেন না রান। যদিও দুয়েকটি ইনিংস ছিল বলার মতো কিন্তু সেগুলো উল্লেখযোগ্য নয়। বিশ্বকাপে তো আরও বাজে ছিল। কিন্তু অবশেষে যখন লিটনের ব্যাট হাসলো, তখন তা দলের কাজে এলো না।

সেন্ট ভিনসেন্টে মঙ্গলবার ভোরে শুরু হওয়া ম্যাচে বাংলাদেশ মাঠে নেমেছিল কিছু সমীকরণ নিয়ে। খেলছে বাংলাদেশ, অথচ সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে রয়েছে অস্ট্রেলিয়া-আফগানিস্তান। এমন ম্যাচে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেছে আফগানিস্তান। থামতে হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে।

হাসলো লিটনের ব্যাট, কিন্তু দলের কাজে এলো না

এই ম্যাচে ৪৯ বলে ৫৪ রানে অপরাজিত ছিলেন লিটন। এর আগে বাঁহাতি স্পিনার নূর আহমেদকে সুইপ করে চার মেরে ৪১ বলে ফিফটি পূর্ণ করেন। ৫টি চার ও ১টি ছয়ের পঞ্চাশোর্ধ্ব এই ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। ক্যারি দ্য ব্যাট করেও দলের হার এবং বিদায় দেখে মাথা নিচু করে সাজঘরে ফিরলেন লিটন। ১৭. ৫ ওভারে ১০৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

লিটন যখন মাথা নিচু করে ফিরছেন, তখন মাঠে চলছে আফগানদের উল্লাস। আফগানিস্তান, আফগানিস্তান রব উঠেছে চারিদিকে। ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেছে তারা। বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। তাদের হারে সেমিফাইনালের আগেই ছিটকে গেল অস্ট্রেলিয়াও।

এ কান্না আনন্দের কান্না। এ কান্না বিজয়ের কান্না।

আগামী ২৭ তারিখ ভোরে প্রথম সেমিফাইনালে ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। আরেক সেমিফাইনালে ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।

আরও পড়ুন: পারলো না বাংলাদেশ, সেমিফাইনালের স্বপ্নভঙ্গ

ক্রিফোস্পোর্টস/২৫জুন২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট