Connect with us
ফুটবল

সৌদিতে রাজকীয় অভ্যর্থনায় সিক্ত নেইমার যা বললেন

নেইমার
গতকাল সৌদির কিং ফাহাদ স্টেডিয়ামে নেইমারকে বরণ করে নেয়া হয়। ছবি-এপি

গতকাল সৌদির কিং ফাহাদ স্টেডিয়ামে আরব ক্লাব আল হিলাল রাজকীয় অভ্যর্থনায় বরণ করে নিয়েছে নেইমারকে।

এদিন নেইমারকে এক নজর দেখতে কিং ফাহাদ স্টেডিয়াম জনসমুদ্রে পরিণত হয়। আল হিলালের ফেসবুক পেজের মাধ্যমে এর আগেই দেখা যায় বিলাসবহুল উড়োজাহাজে তাকে সৌদিতে নিয়ে আসা হয়েছে।

আল হিলালের জার্সি গায়ে বর্ণিল আলোকছটায় মোড়ানো স্টেডিয়ামে টানেল ধরে নেইমার যখন হেঁটে মঞ্চে উপস্থিত হন, গোটা স্টেডিয়াম তখন উল্লাসে ফেটে পড়ে।

গতকাল নেইমারকে এক নজর দেখার জন্য প্লাকার্ড হাতে উপস্থিত হন তাঁর ভক্ত-সমর্থকরা। ছবি-সংগৃহীত

শুধু নেইমারকে নয়, ক্লাবটি বরণ করে নিয়েছে তাদের আরো দুই তারকাকে। যাদের একজন নেইমারের স্বদেশী ম্যালকম। অপরজন সেভিয়া থেকে আসা মরক্কোর আলোচিত গোলরক্ষক ইয়াসিন বুনু।
এই দু’জনকেও রাজকীয় অভ্যর্থনা দেয় আল-হিলাল।
গত শনিবার, আল ফেইহার বিপক্ষে মাঠে নামার আগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দলের বড় এই তারকাকে বরণ করে নেয় আল হিলাল। অবশ্য ক্লাবে নেইমারের পা রাখার দিনেই ম্যাচ হেরেছে আল-হিলাল

নেইমার বলেন, ‘গ্রীষ্মকালীন দলবদল শেষে এই লিগ আরও বেশি প্রতিযোগিতামূলক হবে। আমি বিশ্বাস করি প্রতিটা প্রতিযোগিতামূলক হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আর এ কারণেই আজ আমি আল হিলালি। এই লিগকে এগিয়ে নিতে আমি যথাসাধ্য চেষ্টা করবো।’

আরও পড়ুন: এশিয়ার সেরা মিডল অর্ডার নিয়ে বিশ্বকাপে যাবে টাইগাররা

ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল