Connect with us

ফুটবল

শিরোপা জয়ে লিওনেল মেসির বিশ্ব রেকর্ড

মায়ামির হয়ে
লিওনেল মেসির হাত ধরে প্রথমবার লিগস কাপের শিরোপা জিতে ইন্টার মায়ামির উল্লাস। ছবি-সিএনএন

যুক্তরাষ্ট্রে লিগস কাপ জিতে সাবেক বার্সা সতীর্থ ব্রাজিলিয়ান দানি আলভেসকে ছাড়িয়ে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে এখন আর্জেন্টাইন জাদুকরের।

ব্রাজিলিয়ান তারকা দানি আলভেসের রেকর্ড ৪৩টি শিরোপাকে পেছনে ফেলে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৪৪তম শিরোপা জিতেছেন মেসি। এদিকে, লিওনেল মেসির হাত ধরে প্রথমবার ইন্টার মায়ামি জিতল লিগস কাপের শিরোপা।

পেশাদার ফুটবলে বার্সেলোনার হয়ে ৩৫টি  (লা লিগার  ১০, কোপা দেল রে ৭, সুপারকোপা ৮, চ্যাম্পিয়ন্স লিগ ৪, উয়েফা সুপার কাপ ৩, ফিফা ক্লাব বিশ্বকাপ ৩),  পিএসজির হয়ে ৩টি (লিগ ‘আ’ ২টি, ট্রফি দে চ্যাম্পিয়ন্স ১), ইন্টার মায়ামির হয়ে ১টি লিগস কাপ এবং আর্জেন্টিনার হয়ে জিতেছেন ৫টি (ফিফা বিশ্বকাপ ১, কোপা আমেরিকা ১, লা ফিনালিসিমা ১, অলিম্পিক ১, যুব বিশ্বকাপ ১) শিরোপা।

লিগস কাপের সর্বোচ্চ গোলদাতা এবং আসরের সেরা ফুটবলারের পুরস্কার হাতে মেসি। ছবি- এএফপি

নাসভিলের বিপক্ষে পেনাল্টির রোমাঞ্চকর শুট-আউটে শেষ পর্যন্ত ১০-৯ ব্যবধানে শিরোপা জেতে মেসির ইন্টার মায়ামি। এটিই যুক্তরাষ্ট্রে মেসি ও তার দলের প্রথম শিরোপা।

৭ ম্যাচে ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং আসরের সেরা ফুটবলারেরন পুরস্কারও ওঠে তার হাতেই।

আরও পড়ুন: জুয়ার অভিযোগে ব্রাজিল জাতীয় দল থেকে বাদ পাকুয়েতা

ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল