Connect with us
ক্রিকেট

নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নেমেই রেকর্ডবুকে রোহিত

রোহিত শর্মা। ছবি- ক্রিকইনফো

চলমান ওয়ানডে বিশ্বকাপে নিয়ম রক্ষার ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে আসরের ফার্স্ট বয় ভারত। টপারদের জন্য ম্যাচটি নিয়মরক্ষার হলেও বাংলাদেশের জন্য এটি মহাগুরুত্বপূর্ণ। কেননা আজকের ম্যাচের ফলাফলের উপরই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ভাগ্য ঝুলে আছে।

রবিবার (১২ নভেম্বর) ভারতের বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া।

ভারতের কাছে নিয়মরক্ষার ম্যাচ হলেও মাঠের দাপট কমেনি কোহলি-রোহিতদের।

উল্টো মাঠে নেমেই নতুন রেকর্ড বুকে নাম লিখিয়েছেন কাপ্তান রোহিত শর্মা। ইনিংসের সপ্তম ওভারে অ্যাকারম্যানের বল উড়িয়ে মেরে সীমানা পার করেন তিনি। আর এতেই ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ সংখ্যক ছয় হাঁকানোর কীর্তি গড়লেন রোহিত। পছনে ফেলে দিয়েছেন সাবেক প্রোটিয়া ব্যাটার এবিডি ভিলিয়ার্সকে।

২০১৫ সালে ওয়ানডেতে সর্বোচ্চ ৫৮টি ছয় মেরেছিলেন মিস্টার ৩৬০° ডিগ্রী খ্যাত ব্যাটার ডি ভিলিয়ার্স। আজ অ্যাকারম্যানকে মারা ছয়টি ছিল এ বছর ওয়ানডেতে রোহিতের ৫৯তম।

এর আগে অবশ্য ২০১৯ সালে আরেক ভারতীয় ব্যাটার ছয়ের কীর্তিতে ডি ভিলিয়ার্সের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। তবে সেবার একটুর জন্য ভাঙতে পারেননি রেকর্ড। ভারতীয় ওপেনার শুবমান গিল সে বছর মোট ৫৬টি ছয় মেরেছিলেন।

বছরে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় চারে আছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ২০০২ সালে ওয়ানডেতে মোট ৪৮টি ছয় মেরে ক্রিকেট বিশ্বে শোরগোল ফেলে দেন বুম বুম আফ্রিদি। তালিকার পাঁচে আছেন এ বছরই ৪৭টি ছয় হাঁকানো পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম।

ছয়ের কীর্তিতে ডি ভিলিয়ার্স ছাড়াও আরেকজনের কীর্তিকে পেছনে ফেলেছেন হিট ম্যান খ্যাত রোহিত। ওয়ানডে বিশ্বকাপের এক আসরে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন ভারত অধিনায়কের। ২০১৯ বিশ্বকাপে ইংলিশ অধিনায়ক এউইন মরগান ২২টি ছক্কা মারেন। নেদারল্যান্ডসের বিপক্ষে এটি ছিল রোহিতের আসরে ২৩তম ছয়।

অবশ্য ওয়ানডে ইতিহাসে এখনও সবচেয়ে বেশি সংখ্যক ছয়ের মালিক পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। তার মোট ছয় ৩৫১টি। তালিকার দুইয়ে আছেন উইন্ডিজ অলরাউন্ডার ক্রিস গেইল। গেইলের মোট ছয় ৩৩১টি। এরপরই তালিকার তিন নম্বরে আছেন ভারতীয় কাপ্তান রোহিত শর্মা।

আরও পড়ুন: হার দিয়েই বিশ্বকাপ শেষ করলো পাকিস্তান, শূন্য হাতে ফিরতে হবে বাড়ি

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট