Connect with us
ক্রিকেট

ভারতের হাতে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি ভাগ্য

বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে আজ দেশে ফিরছে বাংলাদেশ দল। তবুও টাইগার ফ্যানদের নজর থাকবে বিশ্বকাপ রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে। যেখানে বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত। ভারতের জন্য এটি নিয়মরক্ষার ম্যাচ হলেও এই ম্যাচের সাথে জড়িয়ে আছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য।

আগেই জানা গিয়েছিল ২০২৫ সালে পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে মোট আট দল। আয়োজক পাকিস্তানসহ বিশ্বকাপের শীর্ষ আট দল পাবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার টিকিট। এরই মাঝে ৭ দল নিশ্চিত করে ফেলেছে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। শেষ স্থানটির জন্য লড়াই করছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। শ্রীলংকা ইতোমধ্যেই ছিটকে গেছে এই দৌড় থেকে।

রবিবার (১২ নভেম্বর) নিজেদের শেষ ম্যাচ খেলতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে ডাচরা। এই ম্যাচ সেমিফাইনালের লাইন আপে কোন পরিবর্তন ঘটাবে না। ভারত আগেই নিজেদের খেলা প্রথম আট ম্যাচ জিতে শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

বাংলাদেশ বিশ্বকাপে খেলা ৯ ম্যাচে কেবল ২টিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে। এক ম্যাচ কম খেলা নেদারল্যান্ডসের পয়েন্টও সমান ৪। তবে নেট রানরেটের হিসেবে এগিয়ে থাকছে বাংলাদেশ। কিন্তু আজ ভারতের বিপক্ষে অঘটন ঘটাতে পারলে রানরেটের কোনো মারপেচ ছাড়াই বাংলাদেশকে সরিয়ে চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত করবে নেদারল্যান্ডস।

তবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার দৌড়ে বাংলাদেশকে এখন পর্যন্ত এগিয়ে রাখছে ভারতের বর্তমান ফর্ম। চলতি বিশ্বকাপে এক কথায় উড়ছে ভারত। এখন পর্যন্ত নিজেদের খেলা সবকটি ম্যাচে অপরাজেয় তারা। তাই শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হারবে ভারত, এমন বাজি ধরার মানুষও খুব কম।

এতেই দুশ্চিন্তা কমেছে বাংলাদেশের। তবে অনিশ্চয়তার খেলা ক্রিকেটে সবকিছুই সম্ভব। তাই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আদৌ খেলার সুযোগ পাবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ অবধি।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে শিক্ষা নিয়ে বিসিবির কাছে শান্তর আবদার

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট