Connect with us
ফুটবল

এক রাতেই স্থান হারালো বার্সোলোনা, শীর্ষে রিয়াল মাদ্রিদ

Real madrid won by tchouameni's last moment goal
জিরোনাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

গত ম্যাচের জয়ের লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছিল বার্সেলোনা। তবে এক রাতের ব্যবধানেই সেই স্থান হারিয়েছে কাতালানরা। জিরোনাকে হারিয়ে রিয়াল মাদ্রিদ শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে। শনিবার রাতে বেলিংহ্যামের অসাধারণ নৌপুণ্যে ৩-০ গোলে জয় পায় রিয়াল।

জিরোনার মাঠ মন্তিলিভি স্টেডিয়ামে খেলতে নামে কার্লো আনচেলত্তির শিষ্যরা। বল দখল কিংবা পাসিং সব কিছুতেই সমান ছিল দু’দল। তবে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলছিল রিয়াল। গোল পেতেও বেশি সময় লাগেনি তাদের। প্রথমার্ধে জোসেলু ও চুয়ামিনির গোলে এগিয়ে যায় মাদ্রিদ। এরপর দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে ব্যবধানটা বাড়িয়ে নেন জুড বেলিংহ্যাম। ম্যাচের একেবারে শেষের দিকে লাল কার্ড দেখেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার নাচো ফার্নান্দেস।

আট ম্যাচে সাত জয়ে রিয়ালের পয়েন্ট ২১। কিছুদিন আগে বার্সেলোনার কাছে শীর্ষস্থান হারালেও তা ফিরে পেতে সময় লাগেনি রিয়ালের। কাতালানরা তাদের গত ম্যাচে সার্জিও রামোসের আত্মঘাতী গোলে সেভিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পায়। এতে করে গ্রুপ টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছিল তারা। এখন ৮ ম্যাচে ৬ জয় নিয়ে ২য় স্থানে আছে বার্সেলোনা।

আরও পড়ুন: ‘বাংলাদেশ বিশ্বকাপের সেমিফাইনালে উঠলে মিরাকলই হবে’

ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৩/এমকে/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল