Connect with us
ফুটবল

পিএসজির অধিনায়ক নির্বাচনে মাত্র একটি ভোট পেলেন এমবাপ্পে

পিএসজিতে
গোপন ব্যালটের মাধ্যমে ২০২৩–২৪ মৌসুমের জন্য পিএসজির অধিনায়ক নির্বাচনে মাত্র একটি ভোট পেয়েছেন এমবাপ্পে! ছবি-স্পোর্টিং নিউজ

লুইস এনরিকে মানেই নতুন কিছু। নতুনত্বের ধারাবাহিকতায় এবার পিএসজির অধিনায়ক কে হবেন সেটা তিনি নির্ধারণ করলেন গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস এর তথ্য মতে, নির্বাচনে অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রাজিলিয়ান মার্কুনিওস। মাত্র একটি ভোট পেয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন এমবাপ্পে। প্রথম তিনজন কোন কারণে মাঠে না থাকলে আর্মব্যান্ড পরবেন তিনি।

নেইমারের বিদায়ের পরে পিএসজিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমবাপ্পে। মেসি-নেইমার প্যারিস ছেড়ে যাওয়ায় তিনিই এখন ক্লাবটির নেতা। ওই হিসেবে নেতৃত্বের আর্মব্যান্ডের দাবিদার হিসেবে নির্বাচনে দাড়িয়েছিলেন তিনিও।

সাবেক ব্রাজিলিয়ান কাপ্তান থিয়াগো সিলভা প্যারিস ছাড়ার পর পিএসজির নেতৃত্বভার পান আরেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনোস। কিন্তু গত মৌসুমে দলের পারফরম্যান্স ও অন্তঃকোন্দলের গুঞ্জনের কারণে তিনিও অনেকের আস্থা হারান।

অন্যদিকে ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। যে কারণে নতুন মৌসুমে পিএসজির অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। সেজন্য নেতৃত্বভার নিয়ে পিএসজির ফুটবলারদের মধ্যে ভোটাভুটি হয়।

ডিফেন্ডার মার্কুইনোস বেশি ভোট পেয়ে নেতৃত্ব ধরে রাখার সবুজ সংকেত পেয়েছেন। মার্কুইনোসের পরে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন পিএসজির পর্তুগিজ ডিফেন্ডার দানিলো পেরেইরা। তৃতীয় হয়েছেন পিএসজির ফ্রান্স ডিফেন্ডার প্রিন্সেল কিম্পেম্বে।

এমবাপ্পের প্যারিস ছাড়তে চাওয়া সহ সতীর্থদের নিয়ে উদ্ভট মন্তব্য তার চতুর্থ হওয়ার কারণ মনে করা হচ্ছে। তবে একটা বিষয় পরিষ্কার যে, পিএসজিতে আগের মতো জনপ্রিয়তা নেই এমবাপ্পের।

আরও পড়ুন : বিশ্বকাপের চুমু-কাণ্ডে ক্ষুব্ধ স্পেনের প্রধানমন্ত্রী, পদত্যাগের দাবি

ক্রিফোস্পোর্টস/২৪আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল