Connect with us
অন্যান্য

চুমু কাণ্ড: অবশেষে আজই পদত্যাগ করবেন স্প্যানিশ ফুটবল প্রেসিডেন্ট

স্পেনের কান্ড
প্রথমবার স্পেনের বিশ্বকাপ জয় নিশ্চিত হওয়ার পর জেনিফার হারমোসোকে চুমু খান লুইস রুবিয়ালেস। ছবি-সিএনএন

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ফুটবল বিশ্বকাপ জিতেছে স্পেন নারী ফুটবল দল। কিন্তু কপাল পুড়লো স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসের। মেয়েদের শুভেচ্ছা জানাতে গিয়ে ভয়াবহ এক কাণ্ড করে বসেন তিনি ।

তিনি বিশ্বকাপ জয়ী ফুটবলার হেনি হেরমোসোকে জড়িয়ে ধরেন এবং আবেগে ঠোঁটে চুমু দিয়ে বসেন। যা নিয়ে ফুটবল অঙ্গন উত্তপ্ত। ফিফা এরই মধ্যে পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। শাস্তি চেয়েছেন বিড়ম্বনার মুখোমুখি হওয়া ফুটবলার হেরমোসোও।

শেষ পর্যন্ত স্পেন ফুটবল ফেডারেশনের পদ ছাড়তে হচ্ছে লুইস রুবিয়ালেসের। ৪৫ বছর বয়সী এই ফুটবল সংগঠক শুক্রবার (আজ) তার পদত্যাগের ঘোষণা দেবেন। আরএফইএফ-এ তার পাঁচ বছরের পথ চলার ইতি টানবেন। সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে এই খবর।
চুমু কাণ্ডের পর রুবিয়ালেস সমালোচনার শিকার হতে থাকেন। কিন্তু ওই রাতেই তিনি ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেননি। বরং দোহায় গিয়ে তিনি এক ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করলেও তা নমনীয় ছিল না। তাকে যারা সমালোচনা করছেন তাদের ‘বোকার দল’ বলেও মন্তব্য করেন এই ফুটবল প্রশাসক।

ঘটনার পর রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন একটি বিবৃতি দেয়। যেখানে হেরমোসোকে চুমু খাওয়ার বিষয়টিকে স্বাভাবিক এবং পারস্পারিক সমঝোতাপূর্ণ বলে উল্লেখ করা হয়। ফুটবলারদের সঙ্গে সম্পর্ক ভালো থাকায় স্বাভাবিক সৌজন্যবোধ থেকে ওমনটা হয়েছে বলে বিবৃতিতে লেখা হয়। যদিও হেরমোসো বিষয়টি নিয়ে বলেন যে, ‘আমার বিষয়টি ভালো লাগেনি। কিন্তু কী করার ছিল।’

আরও পড়ুন : ইত্তিহাদের জার্সিতে বেনজেমার অভিষেক গোল

ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য