Connect with us
ক্রিকেট

এবার টাইম আউটের শিকার পাকিস্তানের শোয়েব মাকসুদ

হয়তো ভুলে গিয়েছিলেন শোয়েব মাকসুদ। তাই তো একই ভুল করলেন তিনিও।

এইতো কিছুদিন আগে বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচে ঘটেছিল এক লঙ্কাকাণ্ড। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টাইম আউটের শিকার হয়েছিলেন ম্যাথিউস। সাকিবের করা আবেদনে সেই আউট নিয়ে ক্রিকেট বিশ্বে হয়েছে বিস্তর আলোচনা সমালোচনা। সেই ঘটনা এখনো ভোলেনি ক্রিকেটপ্রেমীরা। তবে হয়তো ভুলে গিয়েছিলেন শোয়েব মাকসুদ। তাই তো একই ভুল করলেন তিনিও।

পাকিস্তান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ঘটেছে এমনই এক ঘটনা। মুলতন অঞ্চল ও আজাদ জম্মু এন্ড কাশ্মীরের ম্যাচে সতীর্থ আউট হওয়ার পর মাঠে আসেন পাকিস্তানি ব্যাটার শোয়েব মাকসুদ। তবে ক্রিজে এসে জানতে পারেন তিনি হয়ে গেছেন ‘টাইম আউট’। পূর্ববর্তী ব্যাটার আউট হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে মাঠে না আসায় এমন সিদ্ধান্ত জানায় ম্যাচ আম্পায়ার।

Sohaib Maqsood timed out in National T20 Cup - Domestic - geosuper.tv

টাইম আউটের সিদ্ধান্তে কিছুটা হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়েছে এই পাকিস্তানি ক্রিকেটারকে। আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে পাকিস্তানের হয়ে তিনি খেলেছেন মোট ৫৫টি ম্যাচ। খেলার গুরুত্বপূর্ণ সময়ে অভিজ্ঞ একজন ব্যাটারের এমন আউটে চাপে পড়ে দল।

এর আগে ভারত বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ‘টাইম আউট’ হয়েছিলেন শ্রীলংকার ব্যাটার এঞ্জেলো ম্যাথিউস। সতীর্থ আউট হওয়ার পর সময় মতো মাঠে নামলেও হেলমেটের স্ট্র্যাপ ছেঁড়া থাকায় স্ট্রাইক নিতে বিলম্ব করছিলেন তিনি। এতে প্রতিপক্ষ দলের অধিনায়ক সাকিবের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দিয়েছিলেন ম্যাচ আম্পায়ার।

এমসিসির আইন অনুযায়ী কোনো ব্যাটারের আউটের পর ৩ মিনিটের মধ্যে পরবর্তী ব্যাটারকে স্ট্রাইক গ্রহণ করতে হবে। তবে আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ২ মিনিটের মধ্যে প্রস্তুত হতে হবে পরবর্তী ব্যাটাকে। এই নিয়মের ব্যাঘাত ঘটিয়ে আউট হয়েছিলেন ম্যাথিউস। এবার ঘরোয়া লিগে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটালেন শোয়েব মাকসুদ।

আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে কাঁদলো মরক্কো, সেমিফাইনালে মালি

ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট