Connect with us
ক্রিকেট

দলে অভিজ্ঞতার ঘাটতির সঙ্গে তরুণদের সম্ভাবনাও দেখছেন হাথুরু

চন্ডিকা হাথুরুসিংহে
চন্ডিকা হাথুরুসিংহে। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ২৮ নভেম্বর ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। যদিও এই সিরিজে টাইগারদের অনেক অভিজ্ঞ ক্রিকেটারকেই দলে পাচ্ছে না বাংলাদেশ। এজন্য পরশু থেকে শুরু হতে যাওয়া সিরিজটাকে নিজেদের জন্য বেশ চ্যালেঞ্জিং মনে করছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পাশাপাশি তরুণদের জন্য নতুন সম্ভাবনাও দেখছেন টাইগার হেড কোচ।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল এখন বাংলাদেশে অবস্থান করছে। তবে টেস্ট সিরিজে চোটের কারণে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, লিটন দাসও পারিবারিক কারণ দেখিয়ে এক মাসের ছুটিতে আছেন। তামিম ইকবাল ম্যাচ খেলার জন্য যথেষ্ট প্রস্তুত নন বলে আগেই জানিয়েছেন। আর দুই পেসার তাসকিন এবং ইবাদত ইনজুরিতে পড়ায় তারাও খেলতে পারছেন না। অর্থাৎ টেস্ট দলের পাঁচ জন অভিজ্ঞ এবং নিয়মিত ক্রিকেটারকে ছাড়াই ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল।

আজ (রবিবার) সিলেটে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে হাজির হন টাইগার বস চন্ডিকা হাথুরুসিংহে। সেখানেই তিনি বলেন, এত জন অভিজ্ঞ ক্রিকেটারদের টেস্ট ম্যাচে না পাওয়াটা বাংলাদেশের জন্য বেশ চ্যালেন্জিং হবে। কারণ দীর্ঘ ১০-১৫ বছর এরা দলকে সার্ভিস দিয়ে আসছে। এটা একটা বিষয়। তবে এর আরেকটা দিকও আছে সেটা হলো, তরুণদের যাচাইয়ের এটা একটা মোক্ষম সুযোগ।

সাকিব-তামিমদের মত অভিজ্ঞদের অনুপস্থিতিতে তরুণেরা দলের হাল কতটুকু কি ধরতে পারে সেটাও পরখ করতে চান টাইগার কোচ। বিষয়টা তাদের জন্য চ্যালেন্জিং হবে তবে নিজেদের প্রমাণেরও এটি একটি সুযোগ। তাই চন্ডিকা হাথুরুসিংহেও ছেলেদের নিয়ে বেশ আশাবাদী।

তিনি আরও বলেন, আমার মনে হয়, দীর্ঘদিন যাবত খেলছে এমন ক্রিকেটারদের সরিয়ে তরুণদের সামনের দিকে এগিয়ে যাওয়ার এটাই সময়। অভিজ্ঞরা সারা জীবন থাকবে না, এখনও অনেকেই নানা কারণে নেই। এই সুযোগ যদি তরুণরা কাজে লাগাতে পারে তাহলে তাদের লম্বা ক্যারিয়ার এখান থেকেই শুরু হতে পারে।

তাসকিন এবং এবাদতের প্রসঙ্গে হাথুরু বলেন, এই দুজন আমাদের সেরা বোলার। তাদের না থাকাটাও চ্যালেঞ্জিং তবে তাদের অনুপস্থিতিতে শরিফুল, খালেদ, হাসান মাহমুদদের নিজেদের জাত চেনানোর সুযোগ এখন।

আরও পড়ুন : গুজরাট ছেড়ে মুম্বাইয়ে ফিরছেন হার্দিক পান্ডিয়া

ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট