Connect with us
ক্রিকেট

আইপিএলে এবার দিল্লি ক্যাপিটালসে দেখা যাবে না মোস্তাফিজকে

Mustafizur Rahman
নিলামের আগে মোস্তাফিজকে ছেড়ে দিল দিল্লি ক্যাপিটালস। ছবি- সংগৃহীত

গত বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাতে দেখা যায় বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। তবে এ বছর নিলামের আগ মুহূর্তে তাকে ছেড়ে দিয়েছে আইপিএলের দলটি। তাই আগামী আইপিএলে অন্য কোনো দলের হয়ে দেখা যেতে পারে এই বাঁ হাতি পেসারকে।

আসন্ন আসরের আইপিএলের জন্য মোট ১৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। আর নিলামের জন্য ছেড়ে দেওয়া ক্রিকেটারের সংখ্যা ১১ জন। ধরে রাখা ক্রিকেটারের মধ্যে ৪ জন বিদেশি এবং ১২ জন দেশি ক্রিকেটার আছেন। আর ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকায় আছেন ৪ জন বিদেশি ও ৭ জন দেশি।

Mustafizur Rahman

আসন্ন আইপিএলের নিলাম এবার দুবাইয়ে অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। তার আগে আগামী ২৬ নভেম্বরের মধ্যে সব দলের ক্রিকেটারদের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: এবার টাইম আউটের শিকার পাকিস্তানের শোয়েব মাকসুদ

ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট