Connect with us
ক্রিকেট

ওয়ার্নারের শেষ টেস্টেও নাজেহাল পাকিস্তানের ব্যাটিং

Pakistan vs Australia
ওয়ার্নারের শেষ টেস্টেও নাজেহাল পাকিস্তানের ব্যাটিং। ছবি- ক্রিকইনফো

তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। পার্থ টেস্টে অজিদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। এর পর মেলবোর্নে কিছুটা লড়াই করলেও শেষ পর্যন্ত হারতে হয়েছে সফরকারীদের। এবার সিডনি টেস্টেও নাজেহাল অবস্থা পাকিস্তানের। প্রথম ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে ধুকছে বাবর-রিজওয়ানরা।

ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন ডেভিড ওয়ার্নার। দীর্ঘ এক যুগ অস্ট্রেলিয়া দলের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ছিলেন। এবার নিজের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি। একারণেই হয়তো এই ম্যাচের মাহাত্ম্য অজিদের কাছে অন্যরকম। তাই ইনিংসের শুরু থেকেই যেন ওয়ার্নারকে জয় উৎসর্গ করার লক্ষ্যে তাঁতিয়ে আছে অজি বোলাররা।

প্রথম দিনে দলীয় শতক করার আগেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পাকিস্তান। শুরুটা হয় ইনিংসের মাত্র দ্বিতীয় বলেই। কোন রান না করেই সাজঘরে ফেরেন আব্দুল্লাহ শফিক। মিচেল স্টার্কের অফ স্টাম্পের বাইরে পড়ে সুইং করা বল ড্রাইভ করার চেষ্টায় স্লিপে ধরা পড়েন এই ওপেনার। দ্বিতীয় ওভারে আউট হন অভিষিক্ত সামি আইয়ুব। হ্যাজেলউডের করা বল ব্যাটের কানায় লেগে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর সউদ শাকিলকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বাবর আজম। তবে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি ক্রিজে। ব্যক্তিগত ২৪ রানে প্যাট কামিন্সের হাতে লেগ বিফোর হয়ে কাটা পড়েন এই পাক ব্যাটার। ১৫ তম ওভারে প্যাট কামিন্সের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে শাকিল ফিরে গেলে ৪৭ রানের ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় পাকিস্তান।

এর পর খাদের কিনারায় থাকা দলকে টেনে তোলার চেষ্টা করেন সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও বর্তমান কাপ্তান শান মাসুদ। তবে দলীয় ৯৬ রানের মাথায় ব্যক্তিগত ৩৫ রান করে শান মাসুদ বিদায় নিলে চাপ বাড়ে দলের। উইকেটের এক প্রান্ত আগলে রেখে টিকে আছেন মোহাম্মদ রেজওয়ান। সতীর্থদের এমন বিদায় দেখে কিছুটা আক্রমাত্মক খেলার চেষ্টা করছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ ওভার খেলা শেষে পাকিস্তান দলের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান। রিজওয়ান-আঘা সালমান ৯০ রানের জুটি বেধেছেন। রিজওয়ান টিকে আছেন ১০১ বল খেলে ৮৮ রান করে, যেখানে আছে ১০টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির মার। অপরপ্রান্তে ৪৫ বলে ৩০ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন আঘা সালমান।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হল ভারত

ক্রিফোস্পোর্টস/০৩জানুয়ারি২৪/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট