Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হল ভারত

AusW vs IndW Odi
শেষ ম্যাচে ভারতকে ১৯০ রানে হারিয়েছে অজি মেয়েরা। ছবি- সংগৃহীত

ঘরের মাটিতে অস্ট্রেলিয়া নারীদের বিপক্ষে চলমান সিরিজের একমাত্র টেস্টে দাপুটে জয় পায় ভারত৷ তবে খেলার ফরম্যাট চেঞ্জ হতেই ফুটে উঠল ভিন্ন চিত্র। সাদা বলের ৫০ ওভারের সংস্করণে ভারতকে  হোয়াইটওয়াশ করেছে অজি মেয়েরা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মঙ্গলবার (২ জানুয়ারি) মুখোমুখি হয় ভারত অস্ট্রেলিয়া। মুম্বাইয়ের ওয়াংখেডে স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ৩৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২.৪ ওভার খেলে ১৪৮ রানেই গুটিয়ে যায় ভারত। ফলে ১৯০ রানের বিশাল ব্যবধানে জয় পায় সফরকারীরা।

শুরুতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত সূচনা এনে দেয় দুই ওপেনার ফোবে লিচফিল্ড ও অ্যালিসা হিলি। অ্যালিসা ৮২ রানে ফিরে গেলেও সেঞ্চুরি তুলে নেয় লিচফিল্ড। পরবর্তীতে লিচফিল্ড ১১৯ রানে ফিরে গেলে শেষদিকে গার্ডনার ও এ্যালানা কিংয়ের মাঝারি ক্যামিওতে ভর করে ৩৩৮ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে শ্রেয়াংকা পাটিল ৩ টি এবং আমানজত কর ২ টি উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটাররা শুরতে মারমুখে ভঙ্গিতে খেললেও পাওয়ার প্লেতেই ২ উইকেট হারিয়ে কিছুটা হোচট খায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে ১৯০ রানের বিশাল ব্যবধানে জয় পায় অজি মেয়েরা। এতে ৩-০ তে সিরিজটি জিতে নেয় সফরকারীরা।

অস্ট্রেলিয়ার হয়ে জর্জিয়া ওয়্যারহাম ৩ টি এবং মেগান স্কাট, এ্যালানা কিং ও অ্যানাবেল সাথারল্যান্ড ২ টি করে উইকেট নেন।

আগামী ৫ জানুয়ারি থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত-অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সকল দলের স্কোয়াড 

ক্রিফোস্পোর্টস/০২জানুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট