Connect with us
ক্রিকেট

এবার ভারতকে হারাবে পাকিস্তান : মাইকেল আথারটন

ভারত বনাম পাকিস্তান
ভারত-পাকিস্তান নিয়ে ক্রিকেট বিশ্লেষক আথারটন। ছবি- গুগল

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উপমহাদেশের ভক্তদের মাঝে এক অন্য রকম উত্তেজনার আবহ তৈরি হওয়া। রাজনৈতিক বৈরিতার জন্য দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না এই দুই চির প্রতিদ্বন্দ্বী। ফলে ভারত-পাকিস্তান মহারণ দেখতে এশিয়া কাপ ও আইসিসির টুর্নামেন্টই এখন একমাত্র ভরসা।

আসছে ১৪ অক্টোবর আবারও এই মহারণের সাক্ষী হতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। বিশ্বকাপের ম্যাচে সেদিন মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। তবে মজার ব্যাপার হলো, একদিনের বিশ্বকাপে এখন পর্যন্ত পাকিস্তান মোট ৭ বার ভারতের বিপক্ষে খেললেও এখনও তাদের হারাতে পারেনি।

তবে সাবেক ইংলিশ ক্রিকেটার ও ধারাভাষ্যকার মাইকেল আথারটন মনে করেন, এবার ভারতকে হারিয়ে দেবে পাকিস্তান। যদিও পাকিস্তানের গত কিছু দিন ধরে একদিনের ক্রিকেটে ফর্ম বেশ বাজে যাচ্ছে। এশিয়া কাপে হারার পর, প্রস্তুতি ম্যাচেও হেরেছে তারা।

অন্য দিকে টিম ইন্ডিয়া যেন উড়ছে! এশিয়া কাপ জেতার পর ঘরের মাঠে শক্তিশালী অজিদের হারিয়েছে ২-১ ব্যবধানে। তার উপর ঘরের মাঠে বিশ্বকাপ। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে বেশির ভাগ সমর্থকই থাকবে ভারতের। এরপরও এই ক্রিকেট বিশ্লেষকের বাজির ঘোড়া পাকিস্তান। আথারটন মনে করেন, ইমরান-ওয়াকাররা যেটা করতে পারেননি, বাবর-ফখররা সেটাই করে দেখাবেন।

স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকরে এই ইংলিশ জানান, ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এখনো অপরাজেয় ভারত। তবে আমার মনে হয়, এবার ভারতকে হারিয়ে দেবে তারা। ছন্দে না থাকলেও এখনো ওডিআই র‌্যাংকিং এর এক নাম্বার দল পাকিস্তান। ১৪ অক্টোবর স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকবে। সেদিনই হয়তো পাকিস্তান সবাইকে চমকে দিতে পারে।

আরও পড়ুন: ২০১৯ বিশ্বকাপের সাকিবকে আবার দেখা যাবে?

ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট