Connect with us
ক্রিকেট

সবার আগে এশিয়া কাপের দল ঘোষণা করলো পিসিবি

পাকিস্তান ক্রিকেট দলের ফাইল ছবি (ছবি-ডেইলি স্পোর্টস)

চলতি আগস্টের শেষদিনে বসবে এশিয়া কাপের আসর। এই আসর ঘিরে সবার আগে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।আফগানিস্তান সিরিজ এবং এশিয়া কাপ সামনে রেখে আলাদা আলাদা দল ঘোষণা করেছে পিসিবি।

আজ বুধবার (৯ই আগস্ট) প্রধান নির্বাচক ইনজামাম উল হক এই দল ঘোষণা করেন।

আফগানিস্তানের বিপক্ষে ঘোষণা করা ১৮ জনের দল থেকে সাউদ শাকিলকে বাদ দিয়ে বাকি ১৭ জনকে নিয়ে এশিয়া কাপ খেলবে পাকিস্তান। ২২ থেকে ২৬ আগস্টের মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তান তিনটি এক দিনের ম্যাচ খেলবে।

পরবর্তীতে, ৩০ আগস্ট বাবর আজমের নেতৃত্বে এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। তার পরেই এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।

আফগানিস্তান সিরিজে পাকিস্তান দল: বাবর আজম, শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, সউদ শাকিল, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, নাসিম শাহ, শাহীন আফ্রিদি, তৈয়ব তাহির, মোহাম্মদ হারিস, ফাহিম আশরাফ ও মোহাম্মদ ওয়াসিম।

এশিয়া কাপে পাকিস্তান দল: বাবর আজম, শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, নাসিম শাহ, শাহীন আফ্রিদি, তৈয়ব তাহির, মোহাম্মদ হারিস, ফাহিম আশরাফ ও মোহাম্মদ ওয়াসিম।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ আট দলকে পেছনে ফেলেছে বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৩/এজে/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট