Connect with us
ক্রিকেট

জিওফ থেকে মিচেল মার্শ, যে রেকর্ড আর কারো নেই

জিওফ মার্শ ও মিচেল মার্শ
বাবা জিওফ মার্শ ও ছেলে মিচেল মার্শ (ছবি- গুগল)

অস্ট্রেলিয়ার হয়ে ১৯৮৭ সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার জিওফ মার্শ। দীর্ঘ সময় তার কাধে ছিল টিম অস্ট্রেলিয়ার নেতৃত্বভার। বাবা জিওফ মার্শের হাত ধরে ক্রিকেটে হাতেখড়ি মিচেল মার্শের। ৩১ বছর বয়সী এ ক্রিকেটারের কাধেও এবার টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার এসেছে। টিম অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক এখন মিশেল মার্শ। এখানেই অনন্য ক্রিকেটার বাবা-ছেলে।

এছাড়াও ঘরের মাটিতে ২০১৫ বিশ্বকাপে শিরোপা জেতে অস্ট্রেলিয়া। বিশ্বকাপজয়ী সেই দলের সদস্য ছিলেন মিচেল মার্শ। বাবা-ছেলের এমন গৌরবময় অধ্যায় ক্রিকেট বিশ্বে আর কারো নেই।

একনজরে জিওফ মার্শ:
অজিদের হয়ে ১৯৮৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জিয়ী ওপেনার জিওফ মার্শ একদিনের ক্রিকেটে মোট ৪৩৫৭ রান করেছেন। তার ৯টি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি রয়েছে। এছাড়া ৫০ টেস্টে তিনি করেন মোট ২৮৬৫ রান। যার মধ্যে ৪টি সেঞ্চুরি ও ১৫টি অর্ধশতক রয়েছে।

কোচিং ক্যারিয়ার:
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ হিসেবে ইংল্যান্ডে অনুষ্ঠিত ১৯৯৯ বিশ্বকাপ শিরোপা এনে দেন জিওফ মার্শ। পরবর্তীতে ২০০১-২০০৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ে ও ২০১১-১২ সাল পর্যন্ত শ্রীলঙ্কা দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

বাবা জিওফ মার্শের সঙ্গে ছেলে মিচেল মার্শ

বাবা জিওফ মার্শের সঙ্গে ছেলে মিচেল মার্শ। ছবি- গুগল

একনজরে মিচেল মার্শ:
২০১৫ সালে অজিরা যখন নিজেদের পঞ্চম বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে সেই দলের সদস্য ছিলেন জিওফ মার্শের ছেলে মিচেল মার্শ।

ক্রিকেট ক্যারিয়ার:
৭২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার মোট রান ২০০৮। যার মধ্যে ১টি সেঞ্চুরি ও ১৫টি হাফসেঞ্চুরি রয়েছে। ৪২ টি-টুয়েন্টিতে তার মোট রান ১০০৮। ব্যাটিং করেছেন ১২৭.২ স্ট্রাইকরেটে, ফিফটি হাকিয়েছেন ৬টি।

বাবা-ছেলের ইতিহাস:
প্রথম বারের মতো ইতিহাস গড়েন জিওফ মার্শ ও মিচেল মার্শ। কারণ এটাই প্রথম বাবা-ছেলে জুটি প্লেয়ার হিসেবে বিশ্বকাপ জিতেন। যদিও মিচেল মার্শ বাবারও ঊর্ধ্বে। কেন না তার বাবা জিতেছেন একটি বিশ্বকাপ আর মিচেল জিতেন দুটো বিশ্বকাপ।

বাবা-ছেলে বিশ্বকাপ জিতে থামেনি, গড়েন আরো একটি রেকর্ড। বাবার পর ছেলে মিচেল মার্শও অজিদের অধিনায়কত্ব পেয়েছেন।

আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: তারুণ্যদীপ্ত ক্রিকেটার তৌহিদ হৃদয়

ক্রিফোস্পোর্টস/১০আগস্ট২৩/আরএইচ/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট