Connect with us
ক্রিকেট

হারের বৃত্ত থেকে বেরোতেই পারছে না পাকিস্তান!

Pak vs Nz 2nd T20
নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে টানা দু’ম্যাচ হেরেছে পাকিস্তান। ছবি- সংগৃহীত

পাকিস্তান ক্রিকেটের আকাশ যেন হতাশার কালো মেঘে ছেয়ে গেছে। হারের বৃত্ত থেকে যেন বেরোতেই পারছে না বাবর আজম-শাহীন আফ্রিদিরা। ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামে ম্যান ইন গ্রিনরা। কিন্তু সেখানেও হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হয় তাদের। এবার নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজেও টানা দু’ম্যাচ হেরে গেল পাকিস্তান।

আজ নিউজিল্যান্ডের হ্যামিল্টনে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ২১ রানে হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে ইমরান খানের উত্তরসূরীদের। প্রথম ম্যাচে তাদের হারের ব্যবধান ছিল আরও বড়। সেবার ৪৬ রানে কিউইদের কাছে গারতে হয়েছিল পাকিস্তানকে। আজকের (রবিবার) জয়ের মধ্য দিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের দিকে আরও এগিয়ে গেল কিউইরা।

তবে এমন জয়ের পরেও কিছুটা অস্বস্তিতে পড়েছে ব্ল্যাক ক্যাপসরা। কেননা স্বাগতিকদের ব্যাটিং ইনিংসের সময় হ্যামস্ট্রিংয়ের চেট নিয়ে মাঠ ছাড়তে হয় কিউই কাপ্তান কেইন উইলিয়ামসনকে। সিরিজের বাকি তিন ম্যাচে তার খেলা নিয়ে তাই দেখা দিয়েছে সংশয়।

ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে আসা স্বাগতিকেরা ফিন অ্যালেনের ঝোড়ো হাফ সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ১৯৪ রানের বিশাল সংগ্রহ পায়। ৫ ছয় এবং ৭ চারের মারে ৪১ বলে ৭৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি। পাকিস্তানের হয়ে ৩৮ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন হারিস রউফ। অধিনায়ক শাহীন আফ্রিদি ৪ ওভারে সর্বনিম্ন ৩০ রান দিলেও তিনি উইকেট শূণ্য ছিলেন।

টানা দ্বিতীয় ম্যাচে বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় সফরকারীরা। দলীয় ১০ রানের মধ্যেই দুই ওপেনার সাইম আইয়ুব ও মোহাম্মদ রিজওয়ানকে হারায় পাকিস্তান। তবে এরপরেই তৃতীয় উইকেট জুটিতে বাবর আজম এবং ফখর জামানের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচে ফেরে পাকিস্তান। শুরুর ধাক্কা সামলে বেশ ভালো ভাবেই ঘুরে দাঁড়ায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। দু’জনের ব্যাট থেকেই অর্ধ শতকের দেখা মেলে।

৫ ছক্কায় ২৫ বলে ৫০ রানের ইনিংস খেলে অ্যাডাম মিলনের বলে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যান ফখর। তারপরে উইকেটে আসা ইফতিখার আহমেদ ও আজম খানও দ্রুত সাজঘরে ফিরলে বলতে গেলে সেখান থেকেই ম্যাচে অনেকটাই পিছিয়ে পড়ে সফরকারীরা। ১০৮ রানে পঞ্চম উইকেট খোয়ানো পাকিস্তানের তখনও ম্যাচ জিততে প্রয়োজন ৮৭ রান।

দলীয় স্কোর দেড়শো পার হলে বাবর আজমও আউট হয়ে যান। তখনই মূলত ম্যাচ থেকে একদম ছিটকে পড়ে পাকিস্তান। বাবরের ৪৩ বলে ৬৬ রানের ইনিংসের পর অধিনায়ক শাহীনের শেষ দিকে ১৩ বলে ২২ রানের ক্যামিও শেষ দিকে পাকুস্ডানের জন্য শুধু হারের ব্যবধান কমাতেই কাজে লেগেছে।

ব্যাট হাতে পাকিস্তানের হয়ে এই তিন জন ছাড়া বাকি সবাই ছিল নিষ্প্রভ। সম্ভাবনা জাগানোর পরও তাই হারই সঙ্গী হয়েছে পাকিস্তানের। ১৯ ওভার ৩ বলে ১৭৩ রানেই সবকটি উইকেট হারায় তারা। প্রথম ম্যাচে টিম সাউদির বিধ্বংসী বোলিংয়ের পর এদিন অ্যাডাম মিলনে একাই ৪ উইকেট তুলে নেন।

আরও পড়ুন: সব ধরনের ক্রিকেট থেকে অবসরে গেলেন শন মার্শ

ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট