Connect with us
ক্রিকেট

চোখের চিকিৎসায় রাতেই দেশ ছাড়ছেন সাকিব

Shakib is leaving the country at night for eye treatment
চোখের উন্নত চিকিৎসা নিতে রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন সাকিব। ছবি- সংগৃহীত

সবশেষ ওয়ানডে বিশ্বকাপের সময় থেকে চোখের সমস্যায় ভুগছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগার অধিনায়কের মূলত রেটিনার সমস্যা। কখনো বেড়ে যায় তো আবার কমে যায়। বিপিএল শুরুর আগ মুহুর্তে সাকিবের আবারও সেই সমস্যা দেখা দিয়েছে। আজ (রবিবার) রংপুর রাইডার্সের অনুশীলনে চশমা পড়ে আসতে দেখা যায় সাকিবকে।

চোখের প্রাথমিক শুশ্রূষার জন্য দেশেই প্রথমে চিকিৎসা নেন সাকিব। তবে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আজ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন দেশসেরা ক্রিকেটার। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি দেশের এক সংবাদমাধ্যমকে বলেন, ‘দেশেই প্রাথমিকভাবেই তার রুটিন চেকআপ করানো হয়েছে। চোখের সমস্যাটা এখনো আছেই। একবার কমে তো একবার বাড়ে।’

এর আগে সাকিব নিজে ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিশ্বকাপের গোটা আসরেই চোখের রেটিনার সমস্যায় তিনি ভুগেছেন। ফলশ্রুতিতে তার ব্যাটিংয়ে এর প্রভাব পড়েছিল, ‘বিশ্বকাপ এক-দুই ম্যাচে নয়, পুরো আসরেই আমাকে চোখের সমস্যায় ভুগতে হয়েছে।’

সাকিব তার সমস্যার ব্যাপারে বলেছিলেন, ‘যখন আমি সেখানে (ভারতে) চিকিৎসকের কাছে গিয়েছিলাম, তখনও আমার কর্ণিয়ায় পানি জমা ছিল। সেখান থেকে চোখের ড্রপ্স দিয়ে আমাকে মানসিক চাপ কমাতে বলেছিল। আমি নিশ্চিত না, চেখের দৃষ্টি কমে আসার এটিই কারণ কি না। এরপর আমেরিকায় গিয়ে (বিশ্বকাপের পর) আবার যখন পরীক্ষা করাই তখন আমার কোন প্রকার চাপ ছিল না। আমি চিকিৎসককে বলেছিলাম যে, বিশ্বকাপ না থাকায় এখন আমার উপর কোন চাপও নেই।’

চিকিৎসাশাস্ত্রেও এমনটা বলা আছে যে, কেউ যদি ভীষণ মানসিক চাপে ভোগে তাহলে তার প্রভাব সে ব্যক্তির চোখের উপর পড়তে পারে। চোখ যেহেতু মস্তিষ্কের সঙ্গে সরাসরি যুক্ত তাই স্ট্রেস হরমোনের নিঃসরণের ফলে চোখের উপর প্রভাব ফেলে। এটি রক্তচাপও বাড়িয়ে দিতে পারে ফলে তা দৃষ্টিশক্তিতে বাঁধা হিসেবে দেখা দেয়। সাকিবও আপাতত তেমন সমস্যাতেই ভুগছেন।

আরও পড়ুন: হারের বৃত্ত থেকে বেরোতেই পারছে না পাকিস্তান! 

ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট