Connect with us
অন্যান্য

অলিম্পিক গেমস: বিদায় প্যারিস, স্বাগত লস অ্যাঞ্জেলস

অলিম্পিক গেমস: বিদায় প্যারিস, স্বাগত লস অ্যাঞ্জেলস
অলিম্পিক গেমস: বিদায় প্যারিস, স্বাগত লস অ্যাঞ্জেলস

সমাপনী নিয়ে স্তাদে দ্য ফ্রান্সে যেনো ছিল এক অন্য রূপ। মিলেমিশে একাকার নানান রং। ইতিহাসে প্রথমবার এক উদ্বোধনী অনুষ্ঠান সেইন নদীতে আয়োজন করে বিশ্ববাসীকে চমকে দেওয়া ফ্রান্স অলিম্পিক গেমসের সমাপনীতে রাখে নানান আমেজ। বিদায় রাগিনী শেষে বেজেছে ২০২৮ লস অ্যাঞ্জেলসের অলিম্পিক গেমসের আগমনী বার্তাও।এ বারের অলিম্পিক গেমস বিদায় জানিয়েছে প্যারিসকে। আবার চার বছর পর লস অ্যাঞ্জেলসে বসবে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই অলিম্পিক গেমস।

ফ্রান্সের ঐতিহাসিক ক্রীড়া ভেন্যু স্তাদে দ্য ফ্রান্স। ঘড়ির কাটা বাংলাদেশ সময় রবিবার রাত ১টা বাজতেই ফ্রান্সের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় প্যারিস অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠান। এরপর গেমসে অংশগ্রহণকারী দেশগুলো পতাকা নিয়ে নানান ঢংয়ে মার্চ পাস্টে অংশ নেয়। বাংলাদেশের পতাকা ছিল গেমসের এক ভলান্টিয়ারের হাতে। ছিলেন না বাংলাদেশের ক্রীড়াবিদ বা কর্মকর্তাদের কেউ।

গেমসে পদকজয়ী অনেক ক্রীড়াবিদকেই সমাপনীতে দেশের পতাকা বহন করতে দেখা গেছে। তাদের অনেকে আবার নিজ নিজ দেশের পতাকা নিয়ে মঞ্চের চার পাশে বৃত্তাকারে জায়গা করে নেন। আলাদা সম্মান জানানো ভলান্টিয়ারদের উপস্থিতির মধ্যেই ক্রীড়াবিদের পদচারণায় মুখরিত হয় পুরো স্টেডিয়াম। সবার উপস্থিতিতে গান ও আলোর রোশনাইয়ে ছিলো উৎসব মুখর পরিবেশ। দুই সপ্তাহের মাঠের লড়াইয়ের ক্লান্তি ভুলে ক্রীড়াবিদদের অনেকেই এক সুরে গেয়েছেন, নেচেছেন।

আরও পড়ুন:

» ম্যানসিটিকে বিদায় দিলেন মেসির সতীর্থ আলভারেস, গেলেন কোথায়?

» তামিমের সঙ্গে কথা বলে তার মতামত জানতে চান প্রধান নির্বাচক

সমাপনী অনুষ্ঠানের মধ্যেই পুরস্কার প্রদান করা হয় নারী ম্যারাথনের। আইওসি সভাপতি টমাস বাখ ও বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি সেবাস্তিয়ান কো উপস্থিত থেকে বিজয়ীদের পদক তুলে দেন। পরবর্তী গেমসের ফ্ল্যাগ হস্তান্তর করেন আইওসি সভাপতি। বক্তব্যও রাখেন।

এরপর শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। মাঠের মাঝখানে মঞ্চে হাজির হন বংশীবাদকরা। বাঁশি বাজানোর সঙ্গে চলতে থাকে আলো ও শব্দের খেলা। পনেরো মিনিট আলো-শব্দ-প্রযুক্তির খেলায় স্টেডিয়ামে ভর্তি দর্শকরা বুঁদ হয়ে থাকেন। প্রযুক্তির মাধ্যমে আলো-আঁধারে চলে পিক্টোগ্রাম। অলিম্পিকের লোগো পাঁচ বৃত্তও ছিলো সমাপনীর মঞ্চে।

শেষ দিকে শূন্য থেকে এসে হলিউড তারকা টম ক্রুজ জানিয়ে যান, ২০২৮ লস অ্যাঞ্জেলসের অলিম্পিকের বার্তা। সবশেষে মশাল নিভানোর প্রতীকী কাজ সেরে বিদায় জানানো হয় প্যারিস অলিম্পিক ২০২৪-কে।

আরও পড়ুন:

» প্যারিস অলিম্পিক: পদক পেলো কতটি দেশ, বাংলাদেশ কী পেলো?

টানা চতুর্থবার পদক তালিকার শীর্ষে থেকেই অলিম্পিক গেমস শেষ করেছে যুক্তরাষ্ট্র। ১২৬টি পদক জিতে এক নম্বরে যুক্তরাষ্ট্র। ৪৪টি রৌপ্য ও ৪২টি ব্রোঞ্জ জিতেছে মার্কিন অ্যাথলেটরা। ৯১টি পদক নিয়ে দুই নম্বরে থাকা চীন ২৭টি রৌপ্যের সঙ্গে ২৪টি ব্রোঞ্জ জিতেছে। ২০টি স্বর্ণ জিতে জাপান হয়েছে তৃতীয়। ১২টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জ নিয়ে মোট পদক তাদের ৪৫টি। অস্ট্রেলিয়া ১৮টি স্বর্ণসহ ৫৩টি পদক জিতে চতুর্থ আর ফ্রান্স ১৬টি স্বর্ণসহ ৬৪টি পদক নিয়ে পঞ্চম স্থান পেয়েছে। অলিম্পিকের ৩৩তম আসরে এবার এক হাজার ৪৪টি পদকের জন্য ৯১টি দেশের অ্যাথলেটরা লড়েছে।

ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য