Connect with us
ক্রিকেট

দুই টেস্ট খেলতে মঙ্গলবার বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

Ban vs Nz
২৮ নভেম্বর সিলেটে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

ভারতে ব্যর্থ বিশ্বকাপ মিশনের পর দেশে ফিরে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছেনা টাইগাররা। ঘরের মাঠে সাদা পোশাকে ব্যস্ত সময় পার করবে শান্ত-মিরাজরা । সাদা পোশাকে এবার টাইগারদের নতুন চ্যালেঞ্জ কিউইরা। দুই টেস্ট খেলতে আগামীকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ সফরে আসবে কিউইরা। 

ঢাকায় নেমেই তার পরদিন সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে নিউজিল্যান্ড। কেননা সিরিজের প্রথম ম্যাচটি সেখানেই অনুষ্ঠিত হবে। গত সেপ্টেম্বরেই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিলেন কিউইরা। আর সেই সফরের অংশ হিসেবেই আরো দু’টি টেস্ট খেলবে বাংলাদেশ যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

সাদা পোশাকে বরাবরই দুর্বল বাংলাদেশ। সেটি ঘরের মাঠে হোক কিংবা দেশের বাইরে। তবে গত বছরের জানুয়ারিতেই নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারিয়েছিলো টাইগাররা। সেই সিরিজে ১-১ সমতায় ড্র করেছিলো টাইগাররা।

এবারের সিরিজটি ঘরের মাঠে হওয়ায় টাইগারদের প্রত্যাশা কিছুটা বেশিই থাকবে। তবে এই সিরিজটা অনেক চ্যালেঞ্জিংও বটে। কারন চোটের কারনে দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাছাড়া সহ-অধিনায়ক লিটন দাসও থাকবেন না এই সিরিজে। তাই এই সিরিজে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত।

তাছাড়া বোলিংয়েও অনেকটা দুর্বল বাংলাদেশ। চোটের কারনে খেলতে পারবেন না তাসকিন আহমেদ। তাছাড়া গত বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক ইবাদত হোসেনও অনেক আগেই ইনজুরির কারনে দল থেকে ছিটকে গেছেন। এখন দেখার পালা তাদের অভাব কতটা পূরণ করতে পারে খালেদ-শরীফুলরা।

আগামী ২৮ নভেম্বর সিলেটে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ৬ নভেম্বর হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে শেষ টেস্ট ম্যাচটি খেলবে টাইগাররা।

বাংলাদেশ দল : 
নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, শাহাদাত হোসেন দীপু ও হাসান মুরাদ।

 

আরও পড়ুন: বিশ্বকাপ শেষে প্রাইজমানিসহ কে জিতলেন কোন পুরস্কার

ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট