Connect with us
ক্রিকেট

দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে মাইলফলকের সামনে মোস্তাফিজ

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশের সেরা পেসার মোস্তাফিজুর রহমান।

আর মাত্র ৩টি উইকেট নিলেই টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করবেন মোস্তাফিজ। বর্তমানে কাটার মাস্টারের উইকেট সংখ্যা ৯৭।

এদিকে এমন পরিসংখ্যান নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবেন মুস্তাফিজ। ৩ উইকেট নিলেই টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মালিক হবেন ফিজ।

অপরদিকে প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ১০৯ ম্যাচ খেলে ১২৮ উইকেট নিয়েছেন সাকিব।

সাকিব-মুস্তাফিজের পর বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ উইকেট রয়েছে সাবেক বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জকের। ৩৪ ম্যাচে ৪৪ উইকেট নিয়েছেন তিনি।

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট