Connect with us
ক্রিকেট

ধোলাই ঠেকানোর মিশনে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে প্রথম দুই ওয়ানডে ম্যাচে হেরে আগেই সিরিজ থেকে ছিটকে গেছে স্বাগতিক বাংলাদেশ। এবার সিরিজের শেষ ম্যাচটিতে মান বাঁচানোর লড়াইয়ে টাইগাররা। একপ্রকার হোয়াইটওয়াশ (ধবল ধোলাই) ঠেকানোর মিশনে টস জিতে ব্যাটিং নিল বাংলাদেশ।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ সময় দুপুর ১২টায় মাঠে গড়ায় ম্যাচটি। বাংলাদেশের স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে।

এদিকে ধবলধোলাই এড়ানোর মিশনে এক পরিবর্তন করেছে বাংলাদেশ দল। ইনজুরিতে থাকা পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে নেওয়া হয় এবাদত হোসেনকে।

অপরদিকে, সফরকারীদের একাদশে এক ম্যাচ পর দলে ফিরেছেন ক্রিস ওকস ও জোফরা আর্চার। এছাড়া ওয়ানডেতে অভিষেক হচ্ছে বোলিং অলরাউন্ডার রেহান আহমেদের।

বাংলাদেশের একাদশ: 
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ:
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কারেন, জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার।

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট