Connect with us
প্লেয়ার্স বায়োগ্রাফি

ঋণ করে ১১ কোটির বেশি টাকা দিয়ে আলভেজকে মুক্ত করলেন মা-ভাই

Crifo Sports Allves
বিশাল অঙ্কের টাকা জমা দিয়ে জামিনে মুক্তি পেলেন আলভেজ। ইউরোর প্রতীকী ছবি

বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি টুর্নামেন্টের শিরোপা জেতা ফুটবলার দীর্ঘ ১৪ মাস কারাবন্দী! ভাবা যায় এমন ঘটনা! হ্যাঁ এমনটাই হয়েছে। তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রায় ১৪ মাস কারাগারে বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ। বিশাল অঙ্কের টাকা জমা দিয়ে তবে স্পেনের কারাগার থেকে মুক্ত হয়েছেন আলভেজ। আর পুরো টাকাটা ঋণ করে দিয়েছেন তার মা ও ভাই।

ইসএসপিএনের খবর বলছে, গত বুধবার আলভেজকে জামিন দিয়েছিল বার্সেলোনার আদালত। কিন্তু জামিনের শর্ত হিসেবে আদালত ১০ লাখ ইউরো জমা দিতে বলেছিলেন। বাংলাদেশি মুদ্রায় ওই দাঁড়ায় ১১ কোটি ৮০ লাখ টাকারও বেশি। এই টাকা না থাকায় মুক্তি পাচ্ছিলেন না আলভেজ।

আলভেজের আইনজীবীর ভাষ্য অনুযায়ী, দুটি অ্যাকাউন্টের একটিতে কোনো টাকা ছিল না, আরেকটি অ্যাকাউন্টে ৫১ হাজার ইউরো থাকলেও সেটি আদালতের নির্দেশে জব্দ করা হয়। শেষ পর্যন্ত মা ও ভাই ঋণ করে জামিনের টাকা ম্যানেজ করে আলভেজকে কারাগার থেকে মুক্ত করেছেন।

এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে বার্সেলোনার এক নাইটক্লাবে তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক হন আলভেজ। ফুটবল বিশ্বে ব্যাপক হইচই পড়ে। ঘটনার তদন্তের পর গত ২২ ফেব্রুয়ারি সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয় এই মিডফিল্ডারকে।

মুক্তি পেলেও ভুক্তভোগী ওই তরুণীর এক হাজার মিটারের মধ্যে যাওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আলভজকে। এতো সব ঝক্কি সামলে আবারও মাঠে ফিরবেন কীনা তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে একাধিক সুসংবাদ পাকিস্তানের, নজর শিরোপায়

ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in প্লেয়ার্স বায়োগ্রাফি