Connect with us
ফুটবল

৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে হারল বাংলাদেশ

Bangladesh vs Palestine
বাংলাদেশ বনাম ফিলিস্তিন। ছবি- সংগৃহীত

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে আজ(মঙ্গলবার) ফিলিস্তিনের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে ১-০ তে হেরেছে জামাল ভূঁইয়ারা। 

বসুন্ধরা কিংস অ্যারেনায় পুরো ৯০ মিনিট কোনো গোল হজম করেনি বাংলাদেশ। তবে অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখে ১০ জনে পরিনত হয় ফিলিস্তিন। কিন্তু তার একটু পরেই ১০ জনের ফিলিস্তিনের বিপক্ষে গোল হজম করে পয়েন্ট হাতছাড়া করে বাংলাদেশ।

এদিন ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও হয় ফিলিস্তিন। একের পর আক্রমণ বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রেখেছে ফিলিস্তিন। তবে রক্ষণ ভেদ করে জালে বল জড়াতে পারেনি সফরকারীরা। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলটিকে প্রথমার্ধে আটকে দেয় জামালরা। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলকিপার মিতুলের ভুল পাসে বড় সুযোগ পেয়েছিল ফিলিস্তিন। তবে সে যাত্রায় মিতুলের ভালো সেইভেই বেঁচে যায় বাংলাদেশ।

বাংলাদেশও কয়েকবার আক্রমণে গিয়েছে। তবে ফাহিম-রাকিবরা কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও ফিনিশিং দিতে পারেননি।

নির্ধারিত ৯০ মিনিট শেষে গোলশূন্য উভয় দল। অতিরিক্ত সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফিলিস্তিনের আমিদ মাহাজনা। এরপর ১০ জনে পরিনত হয় ফিলিস্তিন। যা থেকে বাড়তি সুবিধা নিতে পারতো বাংলাদেশ। তবে রক্ষণভাগের ভুলে গোল হজম করে বসে স্বাগতিকরা।

এর আগে অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে ১০০ এর মধ্যে থাকা ফিলিস্তিনের বিপক্ষে জয় না পেলেও আজ ঘরের মাঠে পয়েন্ট ভাগাভাগি করার সুযোগ ছিল বাংলাদেশের। তবে শেষ পর্যন্ত তাও পারেনি লাল-সবুজেরা।

আরও পড়ুন: ঋণ করে ১১ কোটির বেশি টাকা দিয়ে আলভেজকে মুক্ত করলেন মা-ভাই 

ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল