Connect with us
ফুটবল

কাঁদলেন ভিনিসিয়ুস, সংবাদ সম্মেলনে দিলেন কড়া বার্তা

Vinicius cried, gave a stern message at the press conference
সংবাদ সম্মেলনে কাঁদছেন ভিনিসিয়ুস জুনিয়র। ছবি- সংগৃহীত

স্পেনের রাজধানী মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রাতে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হতে হচ্ছে ব্রাজিল ও স্পেন। ম্যাচটি বর্ণবাদী আচরণের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে দুই দেশের ফুটবল ফেডারেশন মিলে একত্রে আয়োজন করেছে। এই ম্যাচটি সামনে রেখেই গতকাল সংবাদ সম্মেলনে উপস্থিত হন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। সেখানেই বর্ণবাদী আচরণ নিয়ে করা প্রশ্নের জবাবের এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

স্পেনের রাজধানীতে ভিনিসিয়ুস পাড়ি জমিয়েছিলেন প্রায় পাঁচ বছর আগে। গায়ে চড়িয়েছিলেন রিয়ালের শুভ্র সাদা জার্সি। এরপর থেকে ধীরে ধীরে স্প্যানিশ জায়ান্টদের হয়ে ভিনিসিয়ুসের খেলার ধার যেন বেড়েই চলেছে। হয়ে উঠেছেন রিয়ালের মূল একাদশের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু এর সঙ্গে ভিনি শুরু থেকেই বয়ে বেড়াচ্ছেন প্রতিপক্ষ দলের ভক্ত-সমর্থকদের বর্ণবাদী আচরণ।

প্রতিপক্ষের মাঠ থেকে ‘ভিনিসিয়ুস তুমি মরে যাও’ এমন কটু বাক্যও শুনতে হয় তাকে। বর্ণবাদী আচরণ সম্পর্কে বলতে গিয়ে আবেগ জড়ানো কণ্ঠে এই লেফট উইঙ্গার বলেন, ‘আমার প্রতি যখন এ ধরনের বাজে আচরণ করা হয়, কটু কথা শোনানো হয় তখন এসব দেখে ও শুনে আমি ভীষণ কষ্ট পাই। আমি দীর্ঘ সময় ধরে এসবের শিকার হয়ে আসছি। মাঝে মাঝে তো এমনটাও ভেবেছি যে, ফুটবল খেলাই ছেড়ে দেবো। কিন্তু এরপরও আমাকে ফুটবল মাঠে হাজির হতে হয়, মুখ দেখাতে হয়।’

‘এ বিষয়ে আমি ফিফা, উয়েফা, সিবিএফ এনং কনমেবলের কাছে সাহায্য চেয়েছি। তারাও আমাকে আস্বস্ত করেছেন এবং আমার পাশে থেকে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। কিন্তু স্পেনে বর্ণবাদী আচরণকে অপরাধ হিসেবে দেখা হয় না। এটাই হলো সমস্যা’ – বর্তমান ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি বর্ণবাদের শিকার হওয়া খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র যোগ করেন।

ভিনি আরও বলেন, ‘আমি জানি যে স্পেন কোনো বর্ণবাদী দেশ নয় কিন্তু এখানে অনেক বর্ণবাদী মানুষ রয়েছে যারা স্টেডিয়ামে এসেও এমন আচরণ করেন। আমাদের পরিবর্তন হতে হবে কেননা বর্ণবাদ যে কতটা ভয়াবহ বিষয় তা অধিকাংশ বর্ণবাদীরাই জানেন না। তারা জানলে এমনটা করতে পারতেন না। আমি তাদের শেখাতে চাই এটা কতটা বাজে একটা বিষয়।’

ভিনিসিয়ুস জানান যে, তার কাছে যেমন ফুটবল খেলাটা গুরুত্বপূর্ণ তার চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করা। যতই তাকে বাজে আচরণের মাধ্যমে মানসিকভাবে দুর্বল করা হোক না কেন, তিনি সব সময় তার খেলার প্রতি মনোযোগ ধরে রাখার চেষ্টা করে যান৷ ভিনিসিয়ুস ফুটবল খেলা চালিয়ে যাবেন বলেও জানান।

বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২০২৩ সালে ব্রাজিলে ‘ভিনিসিয়ুস জুনিয়র আইন’ পাশ করা হয়।

আরও পড়ুন: লাল কার্ডের পর শেষ মুহূর্তের গোলে হারলো বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল