Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের ফাইনাল চলাকালেই দুঃসংবাদ পেলেন মোহাম্মদ শামি

মোহাম্মদ শামি। ছবি- সংগৃহীত

আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হয়েছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। অজিদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে যায় অস্ট্রেলিয়া। তবে ফাইনালে এসেই ধস নামে উড়ন্ত ফর্মে থাকা ভারতের ব্যাটিং লাইন আপে। ফলে মাত্র ২৪১ রানের লক্ষ্য দিতে পেরেছে রোহিত শর্মার দল।

ব্যাটিং এ সুবিধা করতে না পারায় ভারতীয় সমর্থকদের পাশাপাশি চিন্তিত ভারতীয় খেলোয়াড়েরাও। ড্রেসিংরুমে থাকা শামি হয়তো একটু বেশিই চিন্তিত। কারণ এই অল্প রান তাড়া করার আগেই অস্ট্রেলিয়াকে আটকে দিতে হবে তার। তবে এর মাঝেই আরেকটি দুঃসংবাদ পেয়েছে শামি। তার মা আঞ্জুম আরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, শামির মায়ের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ম্যাচের আগে থেকেই অনেক অসুস্থ ছিলেন তিনি। পরবর্তীতে স্বাস্থ্যের আরো অবনতি ঘটলে উত্তরপ্রদেশের আমরোহা হাসপাতালে তাকে ভর্তি করা হয়।হাসপাতাল সূত্র থেকে জানা যায়, শামির মায়ের শরীরের অবস্থা আপাতত ভালো। তার চিকিৎসা চলছে।

রবিবার সকালে জ্বর হওয়ার কারনে অসুস্থ হয়ে পড়েন তিনি। যার ফলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ম্যাচ শুরু হওয়ার আগে আঞ্জুম আরা একটি ভিডিও বার্তায় তার ছেলে ও ভারত দলকে শুভকামনা জানিয়েছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশ বনাম লেবানন : কাবরেরার ক্যাম্পে নতুন দুই ফুটবলার

ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট