Connect with us
ক্রিকেট

উড়তে থাকা ভারতকে ২৪০ রানেই আটকে দিল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া বনাম ভারত। ছবি- সংগৃহীত

২০২৩ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আজ (রবিবার) ভারতের সবচেয়ে বড় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আসরের ফেবারিট দুই দল ভারত এবং অস্ট্রেলিয়া। নানা বিষয় নিয়ে আলোচিত-সমালোচিত এই আসরের ফাইনাল ম্যাচে শুরুতেই টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অজিরা। উড়ন্ত ফর্মে থাকা ভারতের ব্যাটিং লাইন আপকে ২৪০ রানের মধ্যে আটকে দিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

টস হেরে ব্যাট করতে আসা স্বাগতিকদের হয়ে কাপ্তান রোহিত শর্মা শুরু থেকেই ক্যামিও ইনিংস খেলতে শুরু করেন। কিন্তু দলীয় ৩০ রানের সময় শুবমান গিল ব্যক্তিগত ৪ রানে আউট হয়ে গেলে ইনিংসের প্রথম ধাক্কা খায় ভারত।
দ্বিতীয় উইকেটে রোহিত ৩১ বলে ৪৭ রানের ক্যামিও খেলে আউট হয়ে গেলে বিরাটের সাথে গড়া ৪৬ রানের জুটিটিও ভেঙে যায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোর সাথে রান তোলার গতিও মন্থর হয়ে আসলে ২৪০ রানে অলআউট হয়ে যায় রোহিত শর্মার দল।

ভারতের হয়ে সর্বোচ্চ ১০৭ বলে ৬৬ রানের ইনিংস খেলেন কেএল রাহুল, এছাড়া বিরাট কোহলির ৬৩ বলে ৫৪ রান, রোহিতের ৩১ বলে ৪৭ রানের ঝড় এবং সুরিয়া কুমারের শেষ দিকে করা ১৮ রান, কুলদীপের ১০ ও সিরাজের ৯ রানের ছোট ছেট সংগ্রহে ভর করে ২৪০ রানের পুঁজি পায় মেন ইন ব্লুজ। ভারতের পাঁচ জন ব্যাটসম্যান দুই অঙ্কের রান ছোঁয়ার আগেই সাজ ঘরে ফেরেন।

অজিদের হয়ে দুর্দান্ত বল করে সবচেয়ে বেশি ৩ উইকেট শিকার করেছেন মিচেল স্টার্ক। এছাড়া অজি কাপ্তান প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড উভয়েই ২ টি করে উইকেট নেন।
বল হাতে আজ দুর্দান্ত ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। বাকি দুই উইকেট দুই অজি অলরাউন্ডার ম্যাক্সওয়েল এবং জাম্পা সমানভাবে ভাগ করে নেন৷ ইনিংসের শেষ বলে রান আউট হন কুলদীপ যাদব।

এখন দেখার পালা, ২৪০ রানের চ্যালেন্জিং স্কোরে অস্ট্রেলিয়াকে কতটা চ্যালেন্জ জানাতে পারে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়কই ফাইনালে আমন্ত্রণ পেলেন না

ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট