Connect with us
ফুটবল

নতুন কিছুর আশায় মেসির যুক্তরাষ্ট্র যাত্রা শুরু

messi miami
মিয়ামির গোলাপী জার্সি গায়ে সমর্থকদের সামনে হাজির হন হাস্যোজ্জ্বল মেসি। ছবি- গুগল

সোনালী ক্যারিয়ার, বার্সেলোনার সঙ্গে বিশাল যাত্রা, বিশ্বকাপ জয়, পিএসজি গিয়ে হোঁচট খাওয়া। এই ছিল লিওনেল মেসির সংক্ষিপ্ত সফরনামা। এবার সেই মেসিকে দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে। যেখানে ফুটবলের জয়জয়োকার নেই। নতুন কিছুর আশায় মায়ামিতে যাত্রা শুরু করছেন মেসি।

পূর্ব ঘোষণা অনুযায়ী, তিন বছরের চুক্তিতেই ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। আমেরিকার মেজর সকার লিগ ক্লাবটির পক্ষ থেকে চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ২০২৫ সাল পর্যন্ত ফ্লোরিডার ক্লাবটিতে খেলবেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা।

আগে থেকেই সবকিছু নিশ্চিত ছিলো। ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে মেসি নিজেই ইন্টার মায়ামিতে যাওয়ার কথা জানিয়েছিলেন। গত বছর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ফুটবল মহাতারকা ইউরোপের ক্লাব ফুটবলে সাফল্যে ভরা দুই দশক ক্যারিয়ারের ইতি টেনে নতুন কিছুর আশায় এই সিদ্ধান্ত নেন।

বাকি ছিলো আনুষ্ঠানিকতা। গতকাল ফ্লোরিডায় বাংলাদেশ সময় মধ্যরাতে সেটি সেরে ফেলে দুই পক্ষ। চুক্তি হয় আড়াই বছরের জন্য। চুক্তি সারার পরেই মিয়ামির গোলাপী জার্সি গায়ে সমর্থকদের সামনে হাজির হন হাস্যোজ্জ্বল মেসি।

‘মায়ামিতে দেখা হচ্ছে’ বলে স্প্যানিশ ভাষায় সবাইকে জানিয়ে দেন সময়ের সেরা ফুটবলার। ফ্লোরিডায় আজ বাংলাদেশ সময় মধ্যরাতে ৩৬ বছরের মেসিকে ক্লাব সদস্য ও সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে মায়ামি কর্তৃপক্ষ।

নতুন ক্লাবে মেসির সম্ভাব্য অভিষেক ম্যাচ ২১ জুলাই। ওই দিন লিগস কাপে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে খেলবে ফ্লোরিডার ক্লাবটি।

আরও পড়ুন: উইম্বলডনে নারী এককে শেষ হাসি ভন্দ্রোসোভার

ক্রিফোস্পোর্টস/১৭জুলাই/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল