Connect with us
ফুটবল

ব্যালন ডি’অরের তালিকায় নেই মেসি-রোনালদো, আছেন কারা?

Crifo Messi ORnaldo Ballon Dor
ব্যালন ডি’অরের তালিকায় নেই মেসি-রোনালদো, আছেন কারা?

ফুটবলের অন্যতম গর্বের পুরস্কার ব্যালন ডি’অর। এবারের বর্ষসেরার ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ৩০ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন। বুধবার প্রকাশিত এ তালিকায় নেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। গত ১৬ বছরের মধ্যে ১৩বারই পুরস্কাররটি ভাগাভাগি করেছিলেন ফুটবলের দুই মহাতারকা। কিন্তু আশ্চর্যের বিষয়, এবার ৩০ জনের তালিকাতেই নেই তাদের নাম!

প্যারিসে আগামী ২৮ অক্টোবর জমকালো অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এবারের পুরস্কার জয়ে সবচেয়ে এগিয়ে রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়র। গত মৌসুমে মাদ্রিদ ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড়ো অবদান ছিলো তার। চ্যাম্পিয়ন্স লিগে ছয় গোল করে আসরের সেরা খেলোয়াড় হওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গত মৌসুমে লা লিগায় ১৫টিসহ ৪৫ ম্যাচে ২৩ গোল করেন।

ব্যালন ডি’অর জয়ের আরেক দাবিদার রিয়ালের জুড বেলিংহাম। গত মৌসুমে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিয়ে লা লিগায় ২৮ ম্যাচে ১৯ গোলের সঙ্গে ছটি অ্যাসিস্ট করেন ইংলিশ মিডফিল্ডার। চ্যাম্পিয়ন্স লিগে ১১ ম্যাচে চার গোলের সঙ্গে অ্যাসিস্ট তার পাঁচটি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ২৩ গোলের পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট করেন।

আরও পড়ুন:

» ফ্রান্সের জালে তিন গোল, এক ম্যাচ হাতে রেখে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল

» দেশে ফিরেছে ইতিহাস গড়া দল, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

বর্ষসেরার এই লড়াইয়ে ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডও জোর দাবি তুলেছেন। ইংলিশ ক্লাবটির টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ে নরওয়ের এই স্ট্রাইকার ৩১ ম্যাচে ২৭ গোল করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৪৫ ম্যাচে গোল তার ৩৮টি।

রিয়াল মাদ্রিদের রয়েছেন সাত জন, ম্যানসিটি ও বার্সেনালের চারজন করে। বায়ার লেভারকুসেনের ৩জন, বার্সেলোনা, রোমা ও ইন্টারমিলানের দুজন করে ৬ জন। এবং আটালান্টা, বায়ার্ন মিউনিখ, পিএসজি, চেলসি, অ্যাটলেটিকো বিলবাও অ্যাস্টন ভিলার একজন করে রয়েছেন ওই তালিকায়।

৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা…
ভিনিসিয়াস জুনিয়র – রিয়াল মাদ্রিদ
দানি কারভাজাল – রিয়াল মাদ্রিদ
টনি ক্রুস – রিয়াল মাদ্রিদ
জুড বেলিংহাম – রিয়াল মাদ্রিদ
ফেদেরিকো ভালভার্দে – রিয়াল মাদ্রিদ
আন্তোনিও রুডিগার – রিয়াল মাদ্রিদ
কিলিয়েন এমবাপ্পে – রিয়াল মাদ্রিদ
ফিল ফোডেন – ম্যান সিটি
রুবেন ডায়াস – ম্যান সিটি
আরলিং হ্যাল্যান্ড – ম্যান সিটি
রডরি – ম্যান সিটি
উইলিয়াম সালিবা – আর্সেনাল
বুকায়ো সাকা – আর্সেনাল
ডেক্লান রাইস- আর্সেনাল
মার্টিন ওডেগার্ড – আর্সেনাল
লামিন ইয়ামাল – বার্সেলোনা
দানি ওলমো – বার্সেলোনা
গ্রানিত জাকা – বায়ার লেভারকুসেন
ফ্লোরিয়ান উইর্টজ – বায়ার লেভারকুসেন
আলেজান্দ্রো গ্রিমাল্ডো – বায়ার লেভারকুসেন
ম্যাটস হুমেলস – রোমা
আর্টেম ডভবিক – রোমা
লাউতারো মার্টিনেজ – ইন্টার মিলান
হাকান ক্যালহানোগ্লু – ইন্টার মিলান
অ্যাডেমোলা লুকম্যান – আটলান্টা
হ্যারি কেন – বায়ার্ন মিউনিখ
কোল পামার – চেলসি
বিতিনহা- পিএসজি
নিকোলাস উইলিয়ামস – অ্যাথলেটিক বিলবাও
এমিলিয়ানো মার্টিনেজ – অ্যাস্টন ভিলা

ক্রিফোস্পোর্টস/৫সেপ্টেম্বর২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল