Connect with us
ফুটবল

ভুটানের সামনে বাংলাদেশ, যেভাবে দেখবেন খেলা

বাংলাদেশ ফুটবল দল। ছবি- বাফুফে

আন্তর্জাতিক দুটি প্রীতি ম্যাচ খেলতে আগেভাগেই ভুটানে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা।

র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকা ভুটানকে মোকাবিলার জন্য বেশ কিছুদিন যাবত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। এর আগে চাংলিমিথাংয়ে দুঃস্মৃতি রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। ২০১৬ সালে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে ভুটানের কাছে প্রথমবারের মতো পরাজিত হয়েছিল বাংলাদেশ।

এবার চাংলিমিথাংয়ে পুরনো সেই প্রতিশোধ নেয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। যদিও মুখোমুখি পরিসংখ্যানে ঢের পিছিয়ে ভুটান। এখন পর্যন্ত ১৪ দেখায় ১১ বার জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এছাড়া ২ ম্যাচে ড্রয়ের পাশাপাশি ভুটান জিতেছে কেবল ওই ১টি ম্যাচ।

তবে ঘরের মাঠে ভুটান কঠিন প্রতিপক্ষ হবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। এছাড়া লম্বা বিরতির পর মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। জামাল বলেন, ‘আমি মনে করি, আমাদের জন্য ম্যাচটি কঠিন হবে। কারণ তিন মাস পর খেলছি আমরা।’

জামাল আরও মনে করেন, প্রস্তুতি ক্যাম্প করলেও খেলার মধ্যে থাকা ভুটানের ফুটবলাররা ভালো অবস্থানে আছে, ‘আমরা ক্যাম্প করলেও ভুটানের খেলোয়াড়দের মতো নই। তবে আশা করছি, ভালো একটি ম্যাচ হবে। কেননা, ক্যাম্পে আমরা নিজেদের প্রস্তুত করেছি। সব দিক থেকে ভুটানকে মোকাবিলার করার জন্য প্রস্তুত আমরা।’

ভুটানের বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশের কোন সম্প্রচারকারী মাধ্যম প্রচার করবে না। তবে ম্যাচটি সরাসরি দেখা যাবে ইউটিউবের বিভিন্ন চ্যানেলে। আগামী রোববার ৮ সেপ্টেম্বর একই মাঠে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলতে মাঠে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আরও পড়ুন: দেশে ফিরেছে ইতিহাস গড়া দল, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

ক্রিফোস্পোর্টস/৫সেপ্টেম্বর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল