Connect with us
ফুটবল

মেসির গোলে জয় দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করলো আর্জেন্টিনা

meesi score against equador

২০২২ বিশ্বকাপের শিরোপা জেতার মাত্র আট মাস পেরিয়েছে। এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নিতে শুরু করেছে ফিফা। শুরু হয়েছে বাছাইপর্ব। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ছয়টায় ইকুয়েডরের মুখোমুখি হয় মেসিরা। বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে দারুণ লড়াই করেছে ইকুয়েডর। তবে মেসির দুর্দান্ত এক ফ্রিকিকেই হেরেছে তারা। ১-০ গোলের জয়ে মাঠ ছাড়ে লা আলবাসিলেস্তারা।

ম্যাচের শুরুর একাদশ থেকেই ছিলেন লিওনেল মেসি। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেও গোল পায়নি দুদলের কেউই। গোলশূন্য স্কোরে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধেও শুরু হয় আক্রমণের পর আক্রমণ। ৭৮ মিনিটে ফ্রিকিক পায় মেসিরা।

ইকুয়েডরের কাইসেদো ৭৭ মিনিটে নিজেদের বক্সের সামনে লাওতারো মার্তিনেজকে ফাউল করলে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। প্রায় ২০ গজ দূর থেকে বাঁকানো ফ্রি কিকে দর্শনীয় গোল করেন। ইকুয়েডরের গোলরক্ষক এরনান গ্যালিন্দেজ চেয়ে চেয়ে দেখেন গোলটি।

আরও পড়ুন: বাবর-শাদাবের সঙ্গে সেরা হওয়ার দৌঁড়ে পুরান, জিতবে কে?

ক্রিফোস্পোর্টস/৮সেপ্টেম্বর২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল