Connect with us
ফুটবল

সেই মোরসালিনের দারুণ গোল, হারেনি বাংলাদেশ

ফিফা প্রীতি ম্যাচে আফগানিস্তানকে রুখে দিয়েছে বাংলাদেশ। উইন্ডোতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের সিরিজে প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এরপর আজ পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় আফগান তারকা জাবের সার্জার গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। কিন্তু হারেনি বাংলাদেশ। দুর্দান্ত এক গোলে দলকে সমতায় ফেরান তরুণ তারকা শেখ মোরসালিন।

আজ মাঠের খেলার পাশাপাশি উত্তাপ ছিল মাঠের বাইরেও। লাল কার্ড দেখেছেন বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন এবং আফগানিস্তানেরর কোচ আবদুল্লাহ আলমুতাইরি।

বারবার আক্রমণ করেও গোল পায়নি দুদলের কেউ। গোলশূন্য স্কোরলাইনে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে এসে আক্রমণ বাড়ায় দুদল। ৫২ মিনিটে পোপালজায়ের কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে এগিয়ে দেন জাবের সার্জা। দারুণ চেষ্টা করে গোল বাঁচাতে চেয়েছিলেন বাংলার ঈগলপাখি খ্যাত জিকো। তবে হাতে লেগেও বল জড়িয়ে যায় জালে।

এর ঠিক ‌১০ মিনিট পরই সমতায় ফেরে কারবেরার শিষ্যরা। ৬২ মিনিটে মাঝমাঠের কাছাকাছি থেকে বিশ্বনাথকে লং পাস দেন রাকিব। ডি বক্সের ডান প্রান্ত থেকে বা দিকে ক্রস দেন তিনি। সেই বল সামনে পেয়ে আলতো টোকা দিয়ে আফগানদের জালে পাঠিয়ে উল্লাসে মাতেন মোরসালিন।

৮০ মিনিটের দিকে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল বাংলাদেশের। তবে পরপর দুটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় ১-১ স্কোরেই শেষ হয় খেলা।

আরও পড়ুন: যে পাঁচ কারণে বাবর আজমদের কাছে হারলো বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/৭সেপ্টেম্বর২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল