Connect with us
ক্রিকেট

সাকিবকে জাতীয় দল থেকে অপসারণ করতে আইনি নোটিশ!

crifo Shakib BCB
সাকিবকে জাতীয় দল থেকে অপসারণ করতে আইনি নোটিশ!

পাকিস্তান সফরে রয়েছেন সাকিব আল হাসান। নাম্বার ওয়ান এই অলরাউন্ডার খেলছেন রাওয়ালপিন্ডি টেস্ট। এরই মধ্যে একটি হত্যা মামলার আসামি করা হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে। ওই মামলার প্রেক্ষিতে তাকে জাতীয় দল থেকে অপসারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি কর্তৃপক্ষকে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান।

পরে ওই আইনজীবী বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।

আরও পড়ুন:

» সাদমানের ব্যাটিংকে নিজের দেখা সেরা ইনিংস বলছেন মমিনুল

» সকল ধরনের ক্রিকেটকে বিদায় বললেন শিখর ধাওয়ান

এর আগে গত বৃহস্পতিবার (২৩ আগস্ট) জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সাংসদ সাকিব আল হাসানের নামে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান রুবেল নামের এক পোশাক শ্রমিক। গতকাল মৃত রুবেলের বাবা থানায় বাদী হয়ে মামলাটি করেন।

ক্রিফোস্পোর্টস/২৪আগস্ট২৪/এসএ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট